আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পথসভায় সাইফুল হক

১৭ বছর ধরে দেশটাকে লুটপাট, দমন-পীড়নে জাহান্নামে পরিণত করা হয়েছিল

স্টাফ রিপোর্টার

১৭ বছর ধরে দেশটাকে লুটপাট, দমন-পীড়নে জাহান্নামে পরিণত করা হয়েছিল

চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক এবং দুর্নীতির বিরুদ্ধে এক গুরুত্বপূর্ণ সংগ্রামে অংশ নিচ্ছেন বলে জানিয়েছেন ঢাকা-১২ আসনের বিএনপি সমর্থিত প্রার্থী বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

বুধবার তেজগাঁও শিল্পাঞ্চলে নির্বাচনি প্রচারের সময় এক পথসভায় তিনি একথা বলেন।

বিজ্ঞাপন

সাইফুল হক বলেন, চাঁদাবাজি-সন্ত্রাস-মাদক এবং দুর্নীতির বিরুদ্ধে এক গুরুত্বপূর্ণ সংগ্রামে আমি অংশ নিচ্ছি। এই এলাকার ব্যবসায়ী আজ চাঁদাবাজদের শিকার। আমি নির্বাচিত হলে, যাদের কারণে আজ জনগণ নিপীড়িত, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব। এই নির্বাচন কেবল ঢাকা-১২ আসনের ভাগ্য নির্ধারণ করবে না, এটি ১২ আসনের গরিব শ্রমিকদের সন্তানদের ভবিষ্যতেরও সমাধান হবে। ১২ ফেব্রুয়ারি আমাদের এক হয়ে ওঠার দিন। একসঙ্গে কোদাল মার্কায় ভোট দিয়ে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকের কফিনে শেষ পেরেক ঠুকে দিন।

১২ আসনের এই প্রার্থী আরো বলেন, গত ১৭ বছর ধরে দেশটাকে লুটপাট, দমন-পীড়ন আর ভয়ভীতির মাধ্যমে জাহান্নামে পরিণত করা হয়েছিল। জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করা হয়েছিল নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। এতদিন জনগণ ভোট দিতে পারে নাই। অনেক রক্তের বিনিময়ে আবার ভোটের অধিকার নিশ্চিত করতে হয়েছে। আগামী নির্বাচনের মধ্য দিয়ে দেশ পরিচালনায় গণতান্ত্রিক রাজনৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠিত করতে হবে।

সাইফুল হক বলেন, আজ কিছু সুবিধাভোগী গোষ্ঠী নিজের স্বার্থের জন্য মাঠে নেমেছে। কিন্তু তাদের সব চক্রান্ত ব্যর্থ হবে। কারণ জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। আগামী ১২ ফেব্রুয়ারি ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় ভোট দিয়ে জনগণ বিপুল ভোটে আমাকে নির্বাচিত করবেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন