মন্ত্রী করার লোক খুঁজে পাবে না বিএনপি: ফরহাদ মজহার

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ১৭: ০২
চট্টগ্রামে ফরহাদ মজহার

দলকে ঠিক না করে বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দেয়া হলে মন্ত্রী করার লোক খুঁজে পাবে না বলে মন্তব্য করেছেন কলামিস্ট ফরহাদ মজহার।

শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

ফরহাদ মজহার বলেন, অভ্যুত্থানের পরে নতুন গঠনতন্ত্র প্রণয়নে মনোযোগী না হয়ে যারা শুধু নির্বাচন নির্বাচন করছেন তারা পতিত ফ্যাসীবাদী শাসনই ফিরিয়ে আনার অপচেষ্টা করছেন। শুধু ব্যালটের মাধ্যমে নয়, রক্ত দিয়েও নির্বাচন হয়। বর্তমান সরকার রক্তের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছে বলেও মন্তব্য করেছেন তিনি।

তিনি আরো বলেন, দেশকে পুরোপুরিভাবে ফ্যাসিবাদ মুক্ত করতে হলে স্যাকুলার ফ্যাসিবাদ এবং ধর্মীয় ফ্যাসিবাদকে একই সাথে মোকাবেলা করতে হবে। আওয়ামী লীগের আমলে বিরোধীমতকে ‘জঙ্গী’ ট্যাগ দিয়ে দমন করা হতো। এখন কারোর বিরুদ্ধে বললে র’এর এজেন্ট ট্যাগ দেয়া হচ্ছে। মুক্তিযুদ্ধকালীন জামায়াত ইসলামের ভূমিকার সমালোচনা করেন ফরহাদ মজহার। বলেন, যুদ্ধের পরই জামায়াতের নাম পরিবর্তন করা উচিত ছিল। কিন্তু তা তারা করেননি। জুলাই বিপ্লবের পর তাদের রাজনীতি নতুন করে ঢেলে সাজানোর উপযুক্ত সময় চলছে। কিন্তু এই সময়টিও তারা হেলায় হারাচ্ছে।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের সাবেক চেয়ারম্যান শহীদুল হক, অধ্যাপক আর রাজী, চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি প্রমুখ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত