মুন্সীগঞ্জে এনসিপির কর্মসূচিকে স্বাগত জানিয়েছে বিএনপি ও জামায়াত

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৮ জুলাই ২০২৫, ১৮: ১৭

জুলাই আন্দোলনের সমন্বয়ক ও এনসিপির নেতা-কর্মীদের স্বাগত জানিয়েছে মুন্সীগঞ্জ জেলা বিএনপি ও জামায়াত।

বিজ্ঞাপন

শুক্রবার দুপুর ১২টায় জুলাই পদযাত্রায় মুন্সীগঞ্জ শহরের কৃষি ব্যাংক চত্বরে পথসভার আয়োজন করে এনসিপি।

পথসভায় আগত এনসিপি নেতাদের স্বাগত জানিয়ে জেলা বিএনপির সদস্যসচিব মহিউদ্দিন আহমেদ বলেন,তাদের জন্য প্রয়োজনে বিএনপির সহযোগিতা থাকবে।

অপরদিকে জেলা জামারাতের আমির আ.জ.ম রুহুল কুদ্দুস বলেন, এনসিপি তাদের কর্মসূচি নিয়ে মুন্সীগঞ্জে আসছে, এটি তাদের গণতান্ত্রিক অধিকার। তিনি জামায়াতের পক্ষ থেকে তাদেরকে স্বাগত জানান।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত