আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ড. কামাল হাসপাতালে ভর্তি

স্টাফ রিপোর্টার

ড. কামাল হাসপাতালে ভর্তি

শারীরিক দুর্বলতা ও ফুসফুসের সমস্যা দেখা দেওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে সংবিধান প্রণেতা ও গণফোরামের প্রতিষ্ঠাতা ড. কামাল হোসেন।

শুক্রবার তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় বলে গণফোরামের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞাপন

গণফোরামের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ড. কামাল হোসেন বর্তমানে শারীরিক দুর্বলতা এবং ফুসফুসজনিত জটিলতায় ভুগছেন। ড. কামালের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত বুধবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় যোগদানের সময় কামাল হোসেনের নাম অতিথিদের তালিকায় ছিল না। সেই কারণে এসএসএফ ভিআইপি রুট দিয়ে তার গাড়ি প্রবেশ করতে দেয়নি। সেজন্য তাকে হুইলচেয়ারে বসে বিশাল জনতার মধ্য দিয়ে দীর্ঘ পথ যেতে বাধ্য করা হয়। এ ঘটনার পর তিনি অসুস্থ হয়ে পড়েন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...