ঢাকা মহানগরী উত্তরের শের-ই-বাংলানগর দক্ষিণ থানা জামায়াতে ইসলামীর পশ্চিম রাজাবাজার ওয়ার্ডের সহসভাপতি হোমিও চিকিৎসক আনোয়ারুল্লাহকে নির্মমভাবে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন।
বুধবার বাংলাদেশ জামায়াতে ইসলামী শের-ই-বাংলা নগর দক্ষিণ থানা আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ প্রতিবাদ জানান।
প্রধান অতিথির বক্তব্যে সাইফুল আলম খান মিলন বলেন, গত সোমবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে ঢাকা মহানগরী উত্তরের শের-ই-বাংলানগর দক্ষিণ থানা জামায়াতে ইসলামীর পশ্চিম রাজাবাজার ওয়ার্ডের সহসভাপতি হোমিও ডাক্তার আনোয়ারুল্লাহকে নির্মমভাবে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তিনি বলেন, এই বর্বর হত্যাকাণ্ড কোনোভাবেই একটি সাধারণ চুরি বা বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং এটি একটি পরিকল্পিত ও ঠান্ডা মাথার হত্যাকাণ্ড। এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় প্রমাণিত হয় জনগণের নিরাপত্তা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। এর দায় আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিতরা কিছুতেই এড়াতে পারেন না। ভোররাতে একটি আবাসিক এলাকায় গ্রিল কেটে দীর্ঘ সময় ধরে বাসার ভেতরে অবস্থান করে একজন মানুষকে হত্যা করা এবং নির্বিঘ্নে পালিয়ে যাওয়া অত্যন্ত উদ্বেগজনক ও আতঙ্কজনক।
তিনি বলেন, নিহত আনোয়ার উল্লাহ ছিলেন একজন মানবিক হোমিও চিকিৎসক এবং সমাজসেবায় নিবেদিতপ্রাণ ব্যক্তি। তাকে হত্যার আগে হত্যাকারীদের কথোপকথন ও আচরণ থেকে স্পষ্ট হয়—এটি কেবল লুটপাট নয়, বরং উদ্দেশ্যপ্রণোদিত হত্যাকাণ্ড। আমরা আশঙ্কা করছি, এর পেছনে গভীর ষড়যন্ত্র লুকিয়ে থাকতে পারে।
জামায়াতের এই নেতা বলেন, আমি অবিলম্বে এই নৃশংস হত্যাকাণ্ডের একটি নিরপেক্ষ, স্বচ্ছ ও নির্ভরযোগ্য তদন্তের মাধ্যমে প্রকৃত হত্যাকারী ও পরিকল্পনাকারীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। একই সঙ্গে নিহতের পরিবারসহ দেশবাসীর যথাযথ নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।
তিনি আরো বলেন, রাজনৈতিক পরিচয় নির্বিশেষে কোনো নাগরিকের জীবন নিরাপদ না থাকলে, রাষ্ট্র তার মৌলিক দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে। সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ ধরনের নির্মম হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
তিনি বলেন, আল্লাহ তায়ালা আনোয়ারুল্লাহকে শহীদ হিসেবে কবুল করুন, তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তার শোকাহত পরিবারকে এই গভীর শোক সহ্য করার তাওফিক দান করুন।
মহানগরী কর্মপরিষদ সদস্য তেজগাঁও দক্ষিণ থানা আমির ইঞ্জিনিয়ার নোমান আহমেদীর সভাপতিত্বে মহানগরী মজলিসে শুরা সদস্য ও শের-ই-বাংলা নগর দক্ষিণ থানা আমির আবু সাঈদ মন্ডলের পরিচালনায় বক্তব্য রাখেন মহানগরী মজলিসে শুরা সদস্য ও হাতিরঝিল পূর্ব থানা আমির অ্যাডভোকেট জিল্লুর রহমান আজমী, হাতিরঝিল পশ্চিম থানার ভারপ্রাপ্ত আমির নুরুল ইসলাম আকন্দ, থানা সেক্রেটারি রাশেদুল ইসলাম, বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদের জেনারেল সেক্রেটারি আ জ ম কামাল উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. সুলতান মাহমুদ, ছাত্রশিবিরের ঢাকা মহানগরী পশ্চিমের সাহিত্য সম্পাদক মোরশেদ আলম তাফহিম, তেজগাঁও কলেজ সভাপতি এজাজ আহমেদ, জামায়াত নেতা মাওলানা রুহুল আমিন, আবুল কালাম আজাদ প্রমুখ।
বিক্ষোভ সমাবেশ শেষে বিশাল মিছিল রাজধানীর ফার্মগেট থেকে শুরু হয়ে বিজয় সরণি গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


রাজধানীতে নিজ বাসায় জামায়াত নেতা খুন