ইসলামী ঐক্যজোটের একাংশের ভারপ্রাপ্ত মহাসচিব ইলিয়াস

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ০১: ৪০

ইসলামী ঐক্যজোটের (একাংশ) ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত হয়েছেন যুগ্মা মহাসচিব মাওলানা ইলিয়াস আতহারী।

মঙ্গলবার দলের মজলিশে শুরার সভায় মহাসচিব মাওলানা আব্দুল করিম বিদেশ সফরে যাওয়ার কারণে গঠনতন্ত্র অনুযায়ী এই দায়িত্ব প্রদান করা হয়।

বিজ্ঞাপন

ঐক্য জোটের চেয়ারম্যান মাওলানা আব্দুর রকিব অ্যাডভোকেটের সভাপতিত্বে রাজধানীর পুরানা পল্টন কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- ভাইস চেয়ারম্যান মাওলানা শওকত আমিন, সিদ্দিকুর রহমান বিকম, মাওলানা ইলিয়াস আতহরী, মাওলানা নাজমুল হক, মাওলানা নুরুল হক, মাওলানা এমদাদুললাহ, মাওলানা আবু বক্কর সিদ্দিক, ইসলামী ছাত্র সমাজের সভাপতি হাফেজ বেলাল হোসেন, মহাসচিব এইচএম বরকতউল্লাহ প্রমুখ। সভায় দলের কাজকে তরন্বিত করার জন্য আহ্বান জানানো হয়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত