আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খন্দকার মোশাররফ

স্টাফ রিপোর্টার
চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খন্দকার মোশাররফ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ তথ্য জানান।

শায়রুল কবির জানান, সিঙ্গাপুরের চিকিৎসকের পরামর্শে ড. মোশাররফ আজ শুক্রবার ভোর ৭টায় ঢাকা থেকে লন্ডনের উদ্দেশে রওনা হবেন। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ২০১ ফ্লাইটে যাত্রা করবেন। তার সঙ্গে যাচ্ছেন সহধর্মিণী বিলকিস আকতার হোসেন এবং ছেলে ড. খন্দকার মারুফ।

বিজ্ঞাপন

গত ১২ আগস্ট সন্ধ্যায় ড. মোশাররফ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে গুলশানে সাক্ষাৎ করে দোয়া নেন। দলের নেতাকর্মী ও দেশবাসীর কাছে তিনি নিজের সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করার আহ্বান জানিয়েছেন।

দলীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ড. মোশাররফ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন এবং বিদেশে নিয়মিত চিকিৎসা নিচ্ছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন