আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মাকে দেখতে এভারকেয়ারের আইসিইউতে তারেক রহমান

স্টাফ রিপোর্টার

মাকে দেখতে এভারকেয়ারের আইসিইউতে তারেক রহমান

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে আইসিইউ কেবিনে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার আইসিইউ কেবিনে অসুস্থ মাকে দেখতে প্রবেশ করেন তার জেষ্ঠ্য সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তার সঙ্গে আছেন তার সহধর্মিণী বিশিষ্ট চিকিৎসক ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

বিজ্ঞাপন

তারেক রহমান আইসিইউ কেবিনে অবস্থান করে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

এদিকে, আইসিইউ কেবিনের বাইরে অপেক্ষমাণ অবস্থায় দেখা যায় বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনকে। তিনি চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে পরিবারের সদস্যদের প্রয়োজনীয় তথ্য প্রদান করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন