নুরের ওপর হামলার বিচার চায় জামায়াত

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ২১: ০৭
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ২৩: ০০

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলার সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবি জানালেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।

বিজ্ঞাপন

মঙ্গলবার(২ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টা দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুরাতন ভবনের ভিভিআইপি ১নং কেবিনে নুরুল হক নুরে শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে আসেন।

এ সময় সাংবাদিকদের নায়েবে আমির বলেন, ’নুরুল হক নুরের ওপর যে হামলা হয়েছে তার নিন্দা জানানো ভাষা আমাদের নেই। বাংলাদেশে ফ্যাসিবাদী আন্দোলনে দীর্ঘদিন ভূমিকা রেখেছেন এবং বর্তমানে সেই ভূমিকা রাখছেন। সে অবস্থায় তাকে যেভাবে আহত করা হয়েছে। জুলাই যোদ্ধাদের যারা পরিচালনা করেছে,তাদের গুরুত্ব জাতির কাছে অনেক বেশি।

এজন্য সকলে তার জন্য দোয়া করা দরকার, যাতে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠেন। আল্লাহ তায়ালা তাকে দ্রুত সুস্থ করে ময়দানে ফিরিয়ে আনে যাতে জাতির কল্যাণে ভূমিকা রাখতে পারে। তিনি আরও বলেন, দেশ এমন একটি ক্লান্তিকাল অতিক্রম করছে। সবাইকে সচেতনভাবে দায়িত্ব পালন করতে হবে এবং সংহতি বজায় রেখে আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ গড়ে উঠে।

নির্বাচিত সরকারের মাধ্যমে দেশ পরিচালিত হয় এটি নিশ্চিত করার জন্য আমাদের সম্মিলিত ভাবে চেষ্টা করা দরকার।বিকেল সাড়ে ৫টার দিকে হাসপাতাল ত্যাগ করেন তিনি।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত