আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

যুব সমাবেশে সেলিম উদ্দিন

আগামী নির্বাচনে সৎ লোকদের নির্বাচিত করতে হবে

স্টাফ রিপোর্টার
আগামী নির্বাচনে সৎ লোকদের নির্বাচিত করতে হবে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, দেশ ও জাতির জন্য আগামী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে সৎ, যোগ্য, প্রজ্ঞাবান, আল্লাহভীরু লোকদের নির্বাচিত করে নেতৃত্বের আসনে বসাতে হবে।

তিনি সোমবার রাতে মিরপুরে সমাজ কল্যাণ মিলনায়তনে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের যুব বিভাগ আয়োজিত ঢাকা-১৫ সংসদীয় আসনের এক যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি ঢাকা-১৫ আসনে জামায়াত আমিরের প্রার্থীতার কথা উল্লেখ করে জনতার উদ্দেশ্যে বলেন, আপনারা চরম সৌভাগ্যবান যে, ডা. শফিকুর রহমানের মত হেভিওয়েট প্রার্থী পেয়েছেন। তিনি শুধু দেশে নন বরং আন্তর্জাতিকভাবেও সম্মানিত ও সমাদৃত ব্যক্তি।

যদি গণমানুষের কল্যাণে কাজ করার জন্য ইতোমধ্যেই মানবতার ফেরিওয়ালা খেতাব লাভ করেছেন। যার যোগ্য ও গতিশীল নেতৃত্বে আগামীতে ক্ষুধা ও দারিদ্রমুক্ত ন্যায়- ইনসাফের নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

তিনি বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে ঢাকা-১৫ আসনে জামায়াতে আমিরকে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত করার আহবান জানান।

কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসার সভাপতিত্বে ও যুব বিভাগের পরিচালক আতিক রায়হানের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য ও ঢাকা-১৫ আসনের সদস্য সচিব শাহ আলম তুহিন এবং মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য ও কাফরুল দক্ষিণ থানা আমির অধ্যাপক আনোয়ারুল করিম। আরো উপস্থিত ছিলেন কামরুল উত্তর থানা আমির রেজাউল করিম, ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী খান হাবিব মোস্তফা ও আব্দুল্লাহ আল আমান প্রমূখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন