সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি: মির্জা ফখরুল

ময়মনসিংহ অফিস
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ২০: ৩০

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমার নেতা (তারেক রহমান) ও আমাদের ম্যাডাম (খালেদা জিয়া) সবসময় বলেন- সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি।

শনিবার বিকেলে ময়মনসিংহ নগরীর টাউন হলে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের জাতীয় প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিজ্ঞাপন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকের দিনটি আনন্দের কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রস্তাবিত জাতীয়তাবাদের দর্শনে অনুপ্রাণিত ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলো আজ একত্রিত হয়েছে। তারা উন্নয়নমূলক কাজে অন্তর্ভুক্ত হতে চায়।

তিনি বলেন, দানবীয় ফ্যাসিস্ট শাসনের পতনের ফলে আমরা নতুন বাংলাদেশ গড়ার সুযোগ পেয়েছি। এই বাংলাদেশে সব নাগরিকের সমান অধিকার প্রতিষ্ঠিত হবে।

মির্জা ফখরুল আরো বলেন, অতীতে সবসময় সুবিচার করা সম্ভব হয়নি, তবে আমরা বিশ্বাস করি তারেক রহমানের নেতৃত্বে প্রণীত ৩১ দফাই বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির মূল চাবিকাঠি। এর মধ্যে ‘রেইনবো নেশন’-এর ধারণা রয়েছে। ক্ষুদ্র জাতিগোষ্ঠীকে সঙ্গে নিয়েই আমরা সেই রেইনবো বাংলাদেশ গড়তে চাই।

জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের কেন্দ্রীয় সভাপতি মৃগেন হাগিদকের সভাপতিত্বে সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান, চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকার, যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, মহানগর আহ্বায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলাম, উত্তর জেলা আহ্বায়ক অধ্যাপক একেএম এনায়েত উল্লাহ, দক্ষিণ জেলা আহ্বায়ক জাকির হোসেন বাবলু, সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জিব দ্রং, আদিবাসী বীর মুক্তিযোদ্ধা প্রমোদ চন্দ্র বর্মনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

উল্লেখ্য, সম্মেলনে দেশের সমতল অঞ্চলের ১২ জেলার বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রায় এক হাজার প্রতিনিধি অংশ নেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত