আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আবু সাঈদ স্মরণে জামায়াত আমির

তোমাদের স্বপ্ন বাস্তবায়নে আমাদের সর্বশক্তি দিয়ে চেষ্টা করব

স্টাফ রিপোর্টার

তোমাদের স্বপ্ন বাস্তবায়নে আমাদের সর্বশক্তি দিয়ে চেষ্টা করব

শহীদ আবু সাঈদের প্রথম শাহাদতবার্ষিকীতে আবেগঘন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বিজ্ঞাপন

বুধবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে এই মন্তব্য করেন তিনি।

জামায়াত আমির বলেন, আজ আবু সাঈদের প্রথম শাহাদাতবার্ষিকী। ভালোবাসা, শ্রদ্ধা এবং কৃতজ্ঞতায় তাকে স্মরণ করছি। পাশাপাশি, তার সঙ্গে বুক চিতিয়ে জাতিকে জীবন ফিরিয়ে দিতে যারা নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন, তাদেরকেও একইভাবে স্মরণ করছি। তোমাদেরকে কথা দিতে পারি—তোমাদের স্বপ্ন বাস্তবায়নে আমরা আমাদের সর্বশক্তি দিয়ে চেষ্টা করব, ইনশাআল্লাহ।

তোমাদের সঙ্গে বেইমানি করা সম্ভব নয়। জাতি যেন একবার তাদের দিকে ফিরে তাকায়, নিজের দায়িত্ব বুঝে নেয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন