ফ্যাসিবাদ কায়েমে আ'লীগ শরিকদের বিচার করতে হবে: জাগপা

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ১৭: ৩৭

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান বলেছেন, গণহত্যার দায়ে সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে দল হিসেবে বিচার করতে হবে। কিন্তু ভুলে গেলে চলবে না, ফ্যাসিবাদ কায়েমে আওয়ামী লীগকে যারা বৈধতা দিয়েছিল সহযোগিতা করেছিল তারাও একই দোষে দুষ্ট।

আগামী নির্বাচনে আওয়ামী লীগ এবং তার শরিক দলদের বাংলার জনগণ মেনে নিবে না। অতএব আওয়ামী লীগের সাথে ১৪ দল এবং জাতীয় পার্টির বিচার করতে হবে।

বিজ্ঞাপন

মাসব্যাপী কর্মসূচির অংশহিসেবে ৭ম দিনে সোমবার শরীয়তপুর জেলার বাসস্ট্যান্ড, কোর্ট পয়েন্ট মোড়, মডেল মসজিদ এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা করেছে দলটি।

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচার এবং সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিচারের দাবি নিয়ে দেশব্যাপী গণসংযোগ এবং অগাস্ট মাসের ৬ তারিখ খুনি হাসিনাকে ফেরতের দাবিতে ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে জাগপা সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।

জাগপা নেতৃবৃন্দ বলেন, নির্বাচন ও সংস্কারকে সামনে রেখে বিচার ভুলে গেলে চলবে না। বিচার হতেই হবে একই সাথে ভারতের দাদাগিরি বন্ধ করতে হবে। আমরা প্রতিবেশী চাই, প্রতিবেশীর নামে প্রভু চাই না। বাংলার মাটিতে বসে যারা হিন্দুস্তানের দালালি করছেন তাদের সাবধান করে দিতে চাই। আগামীর বাংলাদেশে ভারতীয় দালালদের স্থান নাই।

পথসভায় আরও বক্তব্য রাখেন ফরিদপুর জেলা জাগপা সমন্বয়ক মো. নাসির উদ্দিন, শরীয়তপুর জেলা জাগপা সমন্বয়ক মো. জসিম শিকদার, শরীয়তপুর জেলা জাগপা নেতা রিপন ফকির, মো. হিমেল সিকদার প্রমুখ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত