বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু মন্তব্য করে বলেছেন, একাত্তর ও চব্বিশের গণহত্যাকারীদের চরিত্র এক। তারা দেশের জন্য ক্ষতিকর। তাই সবাইকে সতর্ক থাকতে হবে। বুধবার জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদের উদ্যোগে আয়োজিত ‘মহান বিজয় দিবস ও জিয়াউর রহমান এবং বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, এখন আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। যেকোনো ত্যাগ ও স্বার্থের বিরুদ্ধে এক হতে হবে। একটি মহল দেশে নির্বাচন না হওয়ার জন্য বিশেষ পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। এই ষড়যন্ত্রের পেছনে যারা আছে, তারা দেশের শত্রু। নির্বাচন না হলে লাভবান হবে প্রতিবেশী দেশ এবং গত নির্বাচনে পরাজিত ও বিতাড়িত পতিত শক্তি। এতে চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত হবে সাধারণ জনগণ। তিনি বলেন, বিএনপি একটি লড়াইয়ের দল, গণতন্ত্রকামী ও জনসমর্থিত দল।
প্রধান বক্তার বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, বাংলাদেশের প্রতিটি সংকটে জিয়াউর রহমান ভূমিকা রেখেছেন। তিনি বলেন, নির্বাচনের সিডিউল ফেব্রুয়ারিতে ঘোষণা করা হয়েছে এবং ড. ইউনূস বলেছেন নির্বাচন হবেই। এ কথা আগে বলা হলে এবং উপদেষ্টারা বিভ্রান্তিকর বক্তব্য না দিলে বর্তমান পরিস্থিতি তৈরি হতো না। তিনি আরো বলেন, শেখ হাসিনার ১৭ বছরে বহু নির্যাতনের শিকার হতে হয়েছে। রোডম্যাপ ও সংস্কারের বিষয়গুলো আগে প্রকাশ করা হলে পরিস্থিতি ভিন্ন হতে পারত।
তিনি অভিযোগ করেন, ফ্যাসিবাদের দোসরদের স্বাভাবিক থাকতে দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। দেশের সংকট এখনো কাটেনি, গণতন্ত্রও ফিরে আসেনি। তিনি বলেন, যত কিছু হোক দোষ দেওয়া হয় বিএনপিকে। বিএনপির একটি সুন্দর অতীত আছে, আওয়ামী লীগের অতীত খারাপ এবং জামায়াতের অতীত নিয়েও প্রশ্ন রয়েছে। মানুষের কেন তাদের ভোট দেওয়া উচিত—সে প্রশ্নও তোলেন তিনি। তার বক্তব্যে তিনি বলেন, জিয়াউর রহমানের নাম ছাড়া বাংলাদেশের ইতিহাস রচনা করা যাবে না এবং তার প্রতিচ্ছবি হিসেবে তারেক রহমান সামনে এসেছেন। একমাত্র বিশ্বাসযোগ্য দল হিসেবে তিনি বিএনপির কথা উল্লেখ করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদের সভাপতি মোক্তার আখন্দের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য দেন বিএনপির সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শাম্মী আক্তার, নির্বাহী কমিটির সদস্য কাজী রফিক, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ নূর আফরোজ জ্যোতি, মো. আব্দুর রহিমসহ অন্যরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


লালবাগে প্লাস্টিকের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
সিঙ্গাপুরে হাদির অবস্থা খুবই সংকটাপন্ন