ইনসাফের দেশ গড়তে সৎ নেতৃত্বের বিকল্প নেই: বুলবুল

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ২১: ৩২
আপডেট : ০৫ জুলাই ২০২৫, ২১: ৩৭

বৈষম্যহীন ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়তে হলে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্বের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল।

তিনি বলেন, আবারো ফ্যাসিবাদের পদধ্বনি শুনা যাচ্ছে। রাষ্ট্রের মৌলিক সংস্কার, ফ্যাসিবাদের দোসরদের বিচার নিশ্চিত না করে নির্বাচন দিলে হাসিনার চেয়েও ভয়াবহ ফ্যাসিবাদ কায়েম হবে। ক্ষমতায় বসার আগেই যারা মব সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, লুটপাট, নৈরাজ্য সৃষ্টি করছে তারা ক্ষমতায় বসতে পারলে মানুষের রাতের ঘুম হারাম করে দিবে। মানুষ ঘরে কিংবা বাহিরে নিরাপদে থাকতে পারবে না।

তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের চেতনা হলো বৈষম্যহীন ন্যায় বিচার ও ইনসাফের বাংলাদেশ গঠন করা, এজন্য প্রয়োজন সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্ব। জামায়াতে ইসলামীতে রয়েছে সৎ, যোগ্য, দক্ষ, আদর্শিক আল্লাহভীরু নেতৃত্ব। যারা এক আল্লাহকে ভয় করে, তাদের দ্বারা কোন অন্যায় সংঘটিত হতে পারে না।

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জামায়াতে ইসলামীর ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার দুপুরে ঢাকা মহানগরী দক্ষিণের ওয়ারী পশ্চিম থানা আয়োজিত বনগ্রাম দারুল আবরার মাদরাসা ও এতিমখানায় এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াতের মহানগর দক্ষিণেল মজলিসে শুরা সদস্য মাওলানা নেসার উদ্দিনের সভাপতিত্বে এবং মো. রুহুল আমীনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেনমহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি, ঢাকা-৬ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. আব্দুল মান্নান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ জুনায়েদের পিতা শেখ জামাল, শহীদ আনাসের নানা সাইদুর রহমান খান, ওয়ারী পশ্চিম থানা আমির ফারুক হোসাইন, ওয়ারী পূর্ব থানা আমির মোতাসিম বিল্লাহ, সূত্রাপুর পূর্ব থানা আমির নোমান, সূত্রাপুর উত্তর থানা আমির রবিউল ইসলাম, বংশাল উত্তর থানা আমির বিলাল হোসাইন, ওয়ারী পশ্চিম থানা সেক্রেটারি মাহফুজুর রহমান প্রমুখ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত