
স্টাফ রিপোর্টার

জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি ও নভেম্বরে গণভোটসহ পাঁচ দফা দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিতে রাজধানীর পল্টন মোড়ে জমায়েত হচ্ছেন আট দলীয় নেতাকর্মীরা। বেলা ১১টায় সেখান থেকে মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গিয়ে স্মারকলিপি দেয়ার কথা রয়েছে।
এরইমধ্যে পল্টন মোড়ে জমায়েত হয়েছেন ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। এ সময় পাঁচ দফার পক্ষে স্লোগান ও বক্তব্য দিচ্ছেন নেতারা।
অন্যদিকে মতিঝিল মোড়ে জমায়েত হয়েছেন জামায়াতে ইসলামের নেতা কর্মীরা। ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে সেখানে বক্তব্য দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা।
এছাড়া অন্যান্য দলের নেতাকর্মীরাও পৃথক পৃথক মিছিল নিয়ে পল্টন এলাকায় জড়ো হচ্ছেন।
এর আগে গত সোমবার যুগপৎ আন্দোলনরত আট দলের শীর্ষ নেতাদের বৈঠক থেকে স্মারকলিপি দেওয়ার এ কর্মসূচি ঘোষণা করা হয়।
আন্দোলনরত আট দলের মধ্যে আরো আছে- ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)।

জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি ও নভেম্বরে গণভোটসহ পাঁচ দফা দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিতে রাজধানীর পল্টন মোড়ে জমায়েত হচ্ছেন আট দলীয় নেতাকর্মীরা। বেলা ১১টায় সেখান থেকে মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গিয়ে স্মারকলিপি দেয়ার কথা রয়েছে।
এরইমধ্যে পল্টন মোড়ে জমায়েত হয়েছেন ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। এ সময় পাঁচ দফার পক্ষে স্লোগান ও বক্তব্য দিচ্ছেন নেতারা।
অন্যদিকে মতিঝিল মোড়ে জমায়েত হয়েছেন জামায়াতে ইসলামের নেতা কর্মীরা। ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে সেখানে বক্তব্য দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা।
এছাড়া অন্যান্য দলের নেতাকর্মীরাও পৃথক পৃথক মিছিল নিয়ে পল্টন এলাকায় জড়ো হচ্ছেন।
এর আগে গত সোমবার যুগপৎ আন্দোলনরত আট দলের শীর্ষ নেতাদের বৈঠক থেকে স্মারকলিপি দেওয়ার এ কর্মসূচি ঘোষণা করা হয়।
আন্দোলনরত আট দলের মধ্যে আরো আছে- ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)।

সমমনা দলগুলোকে নিয়ে 'নির্বাচনি জোট' গঠনের পরিকল্পনা বাতিল করে দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নির্বাচনি আসন ভিত্তিক সমঝোতা করার ঘোষণা দিয়েছে জামায়াত। প্রায় এক বছরেরও বেশি সময় ধরে নির্বাচনকে কেন্দ্র করে সমমনা দলগুলোকে নিয়ে জোট গঠনের চেষ্টার পর দলটির আসন সমঝোতার ঘোষণা করেছে।
২১ মিনিট আগে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতন্ত্রের চর্চার জন্য অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে। ৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বৃহস্পতিবার এক বাণীতে তিনি এ মন্তব্য করেন।
৩৯ মিনিট আগে
স্মারকলিপি প্রদানের আগে গোলাম পরওয়ার সেটি সাংবাদিকদের সামনে পড়ে শোনান। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা আলোচনা বসতে প্রস্তুত। আমরাই আগেই এ বিষয়ে প্রস্তাব দিয়েছি। আলোচনার মাধ্যমে সমাধানে আমরা আশাবাদী। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগে গণভোট না হলেই জাতীয় নির্বাচন নিয়ে সংকট হতে পারে।
১ ঘণ্টা আগে
সমাবেশ শেষে দুপুর ১২টায় স্মারকলিপি দিতে আট দলের শীর্ষ নেতাদের নেতৃত্বে মিছিল নিয়ে জাতীয় প্রেসক্লাব-কদম ফোয়ারা হয়ে মৎস্য ভবন মোড়ে পৌঁছালে সেখানে ব্যারিকেড দিয়ে বাধা দেয় পুলিশ। পরে সেখান থেকে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে আট দলের প্রতিনিধিরা প্রধান উপদেষ্টার বাসভবন
১ ঘণ্টা আগে