আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নাঈমকে রাষ্ট্রীয় মর্যাদায় গণতান্ত্রিক শহীদ ঘোষণা করতে হবে: ডা. ইরান

স্টাফ রিপোর্টার
নাঈমকে রাষ্ট্রীয় মর্যাদায় গণতান্ত্রিক শহীদ ঘোষণা করতে হবে: ডা. ইরান

শহীদ নাঈম জুলাই গণঅভ্যুত্থানের চেতনার প্রতীক মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, শহীদ নাঈম হাওলাদার ছিলেন ফ্যাসিবাদবিরোধী জুলাই গণআন্দোলনের অগ্রসৈনিক। তার বুকের তাজা রক্তে লেখা হয়েছে স্বাধীনতার দ্বিতীয় অধ্যায়ের সূচনা। তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গণতান্ত্রিক শহীদ ঘোষণা করতে হবে। তার আত্মত্যাগ যেন আগামী প্রজন্মের কাছে সত্য, ইনসাফ ও সাহসের প্রতীক হয়ে থাকে।

রোববার লেবার পার্টির কার্যালয়ে শহীদ নাঈম হাওলাদারের প্রথম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ছাত্র মিশন আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বিজ্ঞাপন

ডা. ইরান বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের পরিবারকে পুনর্বাসন এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। রাষ্ট্রীয়ভাবে তাদের আত্মত্যাগের স্বীকৃতি দিতে হবে। আমাদের দায়িত্ব, জুলাই গনঅভ্যুত্থানের শহীদদের ত্যাগকে রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের চাবিকাঠি হিসেবে ব্যবহার করা।

বাংলাদেশ ছাত্র মিশনের সভাপতি সৈয়দ মো. মিলন এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. নাজমুল ইসলাম মামুনের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন লেবার পার্টির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জহুরা খাতুন জুঁই, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব মুফতি তরিকুল ইসলাম সাদি, দফতর সম্পাদক মো. মিরাজ খান, ঢাকা মহানগর লেবার পার্টির সদস্য সচিব জাহিদুল ইসলাম, বাংলাদেশ ছাত্র মিশনের যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন লিটন, ঢাকা মহানগর ছাত্র মিশনের আহ্বায়ক রায়হান উদ্দিন সনি ও ঢাকা মহানগর সদস্য রেদোয়ান সাকিব ও মো. ওসমান আলী।

সভায় বক্তারা শহীদ নাঈমকে ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনার প্রতীক’ হিসেবে অভিহিত করেন এবং তার নামের স্মরণে একটি জাতীয় স্মৃতিফলক নির্মাণ ও রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। তাঁরা বলেন, ‘এই শহীদদের রক্তের ঋণ শোধ করতে হলে আমাদের স্বাধীনতা, ভোটাধিকার, মানবিক মর্যাদা ও ইনসাফভিত্তিক জনকল্যাণ রাষ্ট্র নির্মাণে ঐক্যবদ্ধ হতে হবে।

সভা শেষে শহীদ নাঈমসহ জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন লেবার পার্টির যুগ্ম মহাসচিব মুফতি আরিফ বিন শহীদ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন