স্টাফ রিপোর্টার
শহীদ নাঈম জুলাই গণঅভ্যুত্থানের চেতনার প্রতীক মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, শহীদ নাঈম হাওলাদার ছিলেন ফ্যাসিবাদবিরোধী জুলাই গণআন্দোলনের অগ্রসৈনিক। তার বুকের তাজা রক্তে লেখা হয়েছে স্বাধীনতার দ্বিতীয় অধ্যায়ের সূচনা। তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গণতান্ত্রিক শহীদ ঘোষণা করতে হবে। তার আত্মত্যাগ যেন আগামী প্রজন্মের কাছে সত্য, ইনসাফ ও সাহসের প্রতীক হয়ে থাকে।
রোববার লেবার পার্টির কার্যালয়ে শহীদ নাঈম হাওলাদারের প্রথম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ছাত্র মিশন আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ডা. ইরান বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের পরিবারকে পুনর্বাসন এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। রাষ্ট্রীয়ভাবে তাদের আত্মত্যাগের স্বীকৃতি দিতে হবে। আমাদের দায়িত্ব, জুলাই গনঅভ্যুত্থানের শহীদদের ত্যাগকে রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের চাবিকাঠি হিসেবে ব্যবহার করা।
বাংলাদেশ ছাত্র মিশনের সভাপতি সৈয়দ মো. মিলন এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. নাজমুল ইসলাম মামুনের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন লেবার পার্টির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জহুরা খাতুন জুঁই, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব মুফতি তরিকুল ইসলাম সাদি, দফতর সম্পাদক মো. মিরাজ খান, ঢাকা মহানগর লেবার পার্টির সদস্য সচিব জাহিদুল ইসলাম, বাংলাদেশ ছাত্র মিশনের যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন লিটন, ঢাকা মহানগর ছাত্র মিশনের আহ্বায়ক রায়হান উদ্দিন সনি ও ঢাকা মহানগর সদস্য রেদোয়ান সাকিব ও মো. ওসমান আলী।
সভায় বক্তারা শহীদ নাঈমকে ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনার প্রতীক’ হিসেবে অভিহিত করেন এবং তার নামের স্মরণে একটি জাতীয় স্মৃতিফলক নির্মাণ ও রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। তাঁরা বলেন, ‘এই শহীদদের রক্তের ঋণ শোধ করতে হলে আমাদের স্বাধীনতা, ভোটাধিকার, মানবিক মর্যাদা ও ইনসাফভিত্তিক জনকল্যাণ রাষ্ট্র নির্মাণে ঐক্যবদ্ধ হতে হবে।
সভা শেষে শহীদ নাঈমসহ জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন লেবার পার্টির যুগ্ম মহাসচিব মুফতি আরিফ বিন শহীদ।
শহীদ নাঈম জুলাই গণঅভ্যুত্থানের চেতনার প্রতীক মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, শহীদ নাঈম হাওলাদার ছিলেন ফ্যাসিবাদবিরোধী জুলাই গণআন্দোলনের অগ্রসৈনিক। তার বুকের তাজা রক্তে লেখা হয়েছে স্বাধীনতার দ্বিতীয় অধ্যায়ের সূচনা। তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গণতান্ত্রিক শহীদ ঘোষণা করতে হবে। তার আত্মত্যাগ যেন আগামী প্রজন্মের কাছে সত্য, ইনসাফ ও সাহসের প্রতীক হয়ে থাকে।
রোববার লেবার পার্টির কার্যালয়ে শহীদ নাঈম হাওলাদারের প্রথম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ছাত্র মিশন আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ডা. ইরান বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের পরিবারকে পুনর্বাসন এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। রাষ্ট্রীয়ভাবে তাদের আত্মত্যাগের স্বীকৃতি দিতে হবে। আমাদের দায়িত্ব, জুলাই গনঅভ্যুত্থানের শহীদদের ত্যাগকে রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের চাবিকাঠি হিসেবে ব্যবহার করা।
বাংলাদেশ ছাত্র মিশনের সভাপতি সৈয়দ মো. মিলন এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. নাজমুল ইসলাম মামুনের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন লেবার পার্টির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জহুরা খাতুন জুঁই, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব মুফতি তরিকুল ইসলাম সাদি, দফতর সম্পাদক মো. মিরাজ খান, ঢাকা মহানগর লেবার পার্টির সদস্য সচিব জাহিদুল ইসলাম, বাংলাদেশ ছাত্র মিশনের যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন লিটন, ঢাকা মহানগর ছাত্র মিশনের আহ্বায়ক রায়হান উদ্দিন সনি ও ঢাকা মহানগর সদস্য রেদোয়ান সাকিব ও মো. ওসমান আলী।
সভায় বক্তারা শহীদ নাঈমকে ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনার প্রতীক’ হিসেবে অভিহিত করেন এবং তার নামের স্মরণে একটি জাতীয় স্মৃতিফলক নির্মাণ ও রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। তাঁরা বলেন, ‘এই শহীদদের রক্তের ঋণ শোধ করতে হলে আমাদের স্বাধীনতা, ভোটাধিকার, মানবিক মর্যাদা ও ইনসাফভিত্তিক জনকল্যাণ রাষ্ট্র নির্মাণে ঐক্যবদ্ধ হতে হবে।
সভা শেষে শহীদ নাঈমসহ জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন লেবার পার্টির যুগ্ম মহাসচিব মুফতি আরিফ বিন শহীদ।
জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গে বৈঠক করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) ৯ সদস্যের একটি প্রতিনিধিদল।
৩০ মিনিট আগেজামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ছাত্রশিবির নেতৃত্ব তৈরির কারখানা। প্রতিষ্ঠালগ্ন থেকেই তারা জাতিকে যোগ্য নেতৃত্ব উপহার দিয়ে আসছে। ইতোমধ্যে সততা ও দক্ষতার পরিচয়ও দিয়েছে শিবিরের তৈরি নেতৃত্ব।
১ ঘণ্টা আগেজুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিশেষ আদেশ রাষ্ট্রপতি নয়, প্রধান উপদেষ্টার মাধ্যমে জারি করার কথা বলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
৩ ঘণ্টা আগেপরে অন্য সিনিয়র রিপোর্টারদের সঙ্গে কুশল বিনিময় করেন এ্যানি। এ সময় আমার দেশ-এর ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরী, বার্তা সম্পাদক ইলিয়াস হোসেন, ভারপ্রাপ্ত চিফ রিপোর্টার বাছির জামাল প্রমুখ উপস্থিত ছিলেন।
৫ ঘণ্টা আগে