বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বরিশাল-৬ আসনে বিএনপি দলীয় প্রার্থী ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান।
বুধবার বিকেলে রাজধানীর শেরে বাংলা নগরে জিয়া উদ্যানে অবস্থিত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান এবং প্রয়াত নেতাদের আত্মার মাফিরাত কামনা করে দোয়া করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে আবুল হোসেন খান বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক। তিনি গৃহিণী থেকে রাষ্ট্রনায়কে পরিণত হয়ে দেশের মানুষকে একত্রিত করতে সক্ষম হয়েছিলেন। আপসহীন নেতৃত্বের মাধ্যমে স্থান করে নিয়েছেন মানুষের হৃদয়ে।
তিনি বলেন, তিনি ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক, গণতন্ত্রের অঙ্গীকারে অবিচল এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় নিরলস সংগ্রামী একজন রাষ্ট্রনায়ক। তাঁর নেতৃত্বে বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা ও শিক্ষার উন্নয়ন হয়েছে। কঠোর দেশপ্রেম ও নৈতিক দৃঢ়তার কারণে নিপীড়ন ও বাধার মুখেও তিনি আপস করেননি এবং দেশের জন্য এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। খালেদা জিয়া ছিলেন সারাবিশ্বের গণতন্ত্র প্রিয় মানুষের কণ্ঠস্বর। তিনি আমাদের মাঝে বাহ্যিকভাবে নেই, কিন্তু হৃদয়ে থাকবেন অনন্তকাল।
এ সময়ে আরও উপস্থিত ছিলেন- বরিশাল বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হারুন অর রশিদ শিকদার, ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ-এ্যাবের কেন্দ্রীয় সদস্য প্রকৌশলী একেএম আসাদুজ্জামান খান চুন্নু, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের সদস্য সচিব এডভোকেট কামরুজ্জামান নান্নু, বাকেরগঞ্জ উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য প্রিন্সিপাল মশিউর রহমান মাসুদ, পৌর বিএনপির সহ সভাপতি কামরুল ইসলাম রাজিব, দাড়িয়াল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ইশতিয়াক আহম্মেদ মাসুদ, ভরপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি শামিম খান, কবাই ইউনিয়ন বিএনপির সভাপতি, কামরুল হাসান রুবেল। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রঞ্জু, সহ দপ্তর সম্পাদক ওসমান গনি, স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন শাহীন, ছাত্রদলের যুগ্ম সম্পাদক ওমর সানীসহ বরিশাল-৬ আসনের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ ঢাকাস্থ বাকেরগঞ্জ এর সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

