আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিপিএল

এখন শুধু জয়ের খোঁজ

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে

এখন শুধু জয়ের খোঁজ

তৃতীয় দল হিসেবে বিপিএলে শুরুর টানা ছয় ম্যাচ হারের অযাচিত রেকর্ড গড়েছে নোয়াখালী এক্সপ্রেস। এর আগে এই রেকর্ড ছিল ২০১২ বিপিএলে সিলেট রয়্যালস ও গত আসরে ঢাকা ক্যাপিটালসের। এত বাজে শুরু করা নোয়াখালীর প্লে-অফ একরকম অস্তাচলে। এখন দলটির চাওয়া অন্তত একটি জয় পাওয়া- এমনটাই জানিয়েছেন দলটির ওপেনার সৌম্য সরকার। আজ রাজশাহী রয়্যালসের কাছে চার উইকেটে হারের পর সংবাদ সম্মেলনে জয়ের সেই আর্জির কথাই তুলে ধরেন তিনি।


টানা ছয় হারের পর আজ সংবাদ সম্মেলনে এসে সৌম্য সরকার বলেন, ‘আমাদের এখন একটাই চিন্তা- একটি ম্যাচ আগে জিততে হবে। জিতলে মোমেন্টামটা এগিয়ে নেওয়া যাবে। পরে অন্য চিন্তা।’ ভালো মানের বিদেশি নিয়ে দল গড়লেও শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত জয়ের দেখা পায়নি নোয়াখালী এক্সপ্রেস। তারা ভালো করলেও দেশিদের পারফরম্যান্স মানসম্পন্ন নয়। তাতে একাদশে প্রতিদিনই আসছে কোনো না কোনো পরিবর্তন। এ নিয়ে সৌম্য বলেন, ‘উনিও (কোচ খালেদ মাহমুদ সুজন) খোঁজার চেষ্টা করছেন কাকে দিলে (একাদশে নিলে) দল ভালো করবে। ব্যাটাররা ক্লিক করতে পারবে। তারচেয়েও বড় কথা, হারতে থাকলে না অনেক কিছুই ফেভারে যায় না। এটাও একটা বড় বিষয়।’

বিজ্ঞাপন


আজ নোয়াখালী এক্সপ্রেস এবারের আসরে নিজেদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ গড়ে। ১৫১ রানের ওই ইনিংসের পর মনে হয়েছিল দারুণ বোলিং করলে হয়তো ম্যাচটি জিততে পারে দলটি। এ নিয়ে তিনি বলেন, ‘আমার কাছে যতটুকু মনে হয়েছে ২০ রান কম হয়েছে আর কি। পাওয়ার প্লে ঠিক ছিল আজ।’


সৌম্য সরকার নিজেদের লক্ষ্য নিয়ে আরো যোগ করেন, ‘যে কটি ম্যাচ আমি খেলেছি, এখানে সবাই একটি ম্যাচ জয়ের জন্য মরিয়া হয়ে আছে। সবাই চেষ্টা করছে এবং সবাই সবার সেরাটা দেওয়ারও চেষ্টা করছে। কিন্তু হয়তো কোনো কারণে আমরা ক্লিক করতে পারছি না।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন