রাজশাহী অফিস
রাজশাহী জেলা বিএনপির পুরোনো কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি অনুমোদন দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিন্তু অজানা কারণে এখনো আনুষ্ঠানিকভাবে কমিটি ঘোষণা করা হয়নি। প্রবাসী সাংবাদিক ড. কনক সারওয়ার তার ভেরিফায়েড ফেসবুক পেজে এই বিষয়টি নিয়ে কেন্দ্রীয় নেতাদের কঠোর সমালোচনা করেন। এরপর থেকে দলের নেতাকর্মী থেকে শুরু করে স্থানীয় রাজনৈতিক মহলে চরম ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
দলীয় সূত্র জানিয়েছে, ৯ জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে রাজশাহী বিভাগের নেতাদের এক ভার্চুয়াল বৈঠকে রাজশাহী জেলা বিএনপির নতুন কমিটির প্রস্তাব উত্থাপন করা হয়। সেই বৈঠকে পুরোনো কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠক শেষে তারেক রহমান নতুন কমিটি অনুমোদনও দেন। তবে ১০ দিন পার হলেও এখনো নতুন কমিটি ঘোষণার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়নি।
এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও সমালোচনা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রপ্রবাসী সাংবাদিক ড. কনক সারওয়ার তার ভেরিফায়েড ফেসবুক পেজে এই বিষয়টি নিয়ে কেন্দ্রীয় নেতাদের কঠোর সমালোচনা করেন।
ড. কনক সারওয়ার লিখেছেন, ‘কেন্দ্রীয় দুই-তিন জন নেতার অযাচিত হস্তক্ষেপে ভেঙে পড়েছে রাজশাহী বিএনপির কার্যক্রম…? তিন মাসের জন্য গঠিত আহ্বায়ক কমিটি দিয়ে ৬ বছর ধরে চলছে রাজশাহী বিএনপি!
নেতৃত্ব দিচ্ছেন দুই প্রবীণ নেতা যাদের বিরুদ্ধে আছে চাঁদাবাজী আর যৌন হয়রানির সুনির্দিষ্ট অভিযোগ। সরেজমিন জরিপ অনুসন্ধান করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নতুন কমিটি পাঠালেও তা কেন্দ্রীয় দুই-তিন জন নেতা আটকে রেখেছেন।
বর্তমান আহ্বায়ক প্রবীন নেতা আবু সাঈদ চাঁদের নাম অনাকাঙ্ক্ষিতভাবে জড়িয়ে গেছে কমিটি বাণিজ্য এবং চাঁদাবাজির কয়েকটি ঘটনায়। আর সদস্যসচিব বাবু বিশ্বনাথ সরকারের বিরুদ্ধে জাতীয়তাবাদী মহিলা দলের সাংগঠনিক সম্পাদক রত্না খাতুন যৌন হয়রানির প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ করেছেন! বছরের পর বছর ধরে দলের দায়িত্বে থেকে চাঁদ এবং বিশ্বনাথ নিজেদেরই প্রতিষ্ঠিত করছেন বলে স্থানীয় সংবাদমাধ্যমের রিপোর্টে বলা হয়েছে। যার ফলে রাজশাহী জেলার রাজনীতিতে বিএনপি কর্মীরা শক্তি হারাচ্ছে, সাংগঠনিক কাঠামোও বিপর্যস্ত।
রাজশাহীর মতো গুরুত্বপূর্ণ একটি জেলায় যদি শক্তিশালী এবং গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে পরিচালিত না হয় তাহলে সামনের নির্বাচনে তার একটি মারাত্মক বিরূপ প্রভাবের আশঙ্কা করছেন রাজশাহী বিএনপি ঘনিষ্ঠ রাজনীতিকরা।’
রাজশাহীর বিভিন্ন উপজেলার তৃণমূলের নেতারা জানান, দলের ত্যাগী, পরীক্ষিত ও মাঠের নেতাদের মূল্যায়ন না করলে সামনের নির্বাচনে নেতিবাচক প্রভাব পড়বে। দ্রুত নতুন কমিটি ঘোষণা করার আহ্বান জানিয়েছেন তারা।
রাজশাহী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য গোলাম মোস্তফা মামুন বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব পুরোনো কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি অনুমোদন দিয়েছেন এমন কোনো খবর আমার জানা নেই। তবে শুনেছি খুব শীঘ্রই আহ্বায়ক অথবা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) সৈয়দ শাহীন শওকত বলেন, রাজশাহী জেলা বিএনপির পুরোনো কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। যা এখন প্রক্রিয়াধীন। দ্রুতই সংবাদ বিজ্ঞপ্তি আকারে প্রকাশিত হবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নতুন কমিটি পাঠালেও তা কেন্দ্রীয় দুই-তিন জন নেতা আটকে রেখেছেন এমন অভিযোগের বিষয় জানতে চাইলে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম বলেন, ‘দলীয় সব সিদ্ধান্ত প্রেস বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়। রাজশাহী জেলা বিএনপির কমিটির বিষয়টিও প্রেসবিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে।
রাজশাহী জেলা বিএনপির পুরোনো কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি অনুমোদন দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিন্তু অজানা কারণে এখনো আনুষ্ঠানিকভাবে কমিটি ঘোষণা করা হয়নি। প্রবাসী সাংবাদিক ড. কনক সারওয়ার তার ভেরিফায়েড ফেসবুক পেজে এই বিষয়টি নিয়ে কেন্দ্রীয় নেতাদের কঠোর সমালোচনা করেন। এরপর থেকে দলের নেতাকর্মী থেকে শুরু করে স্থানীয় রাজনৈতিক মহলে চরম ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
দলীয় সূত্র জানিয়েছে, ৯ জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে রাজশাহী বিভাগের নেতাদের এক ভার্চুয়াল বৈঠকে রাজশাহী জেলা বিএনপির নতুন কমিটির প্রস্তাব উত্থাপন করা হয়। সেই বৈঠকে পুরোনো কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠক শেষে তারেক রহমান নতুন কমিটি অনুমোদনও দেন। তবে ১০ দিন পার হলেও এখনো নতুন কমিটি ঘোষণার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়নি।
এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও সমালোচনা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রপ্রবাসী সাংবাদিক ড. কনক সারওয়ার তার ভেরিফায়েড ফেসবুক পেজে এই বিষয়টি নিয়ে কেন্দ্রীয় নেতাদের কঠোর সমালোচনা করেন।
ড. কনক সারওয়ার লিখেছেন, ‘কেন্দ্রীয় দুই-তিন জন নেতার অযাচিত হস্তক্ষেপে ভেঙে পড়েছে রাজশাহী বিএনপির কার্যক্রম…? তিন মাসের জন্য গঠিত আহ্বায়ক কমিটি দিয়ে ৬ বছর ধরে চলছে রাজশাহী বিএনপি!
নেতৃত্ব দিচ্ছেন দুই প্রবীণ নেতা যাদের বিরুদ্ধে আছে চাঁদাবাজী আর যৌন হয়রানির সুনির্দিষ্ট অভিযোগ। সরেজমিন জরিপ অনুসন্ধান করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নতুন কমিটি পাঠালেও তা কেন্দ্রীয় দুই-তিন জন নেতা আটকে রেখেছেন।
বর্তমান আহ্বায়ক প্রবীন নেতা আবু সাঈদ চাঁদের নাম অনাকাঙ্ক্ষিতভাবে জড়িয়ে গেছে কমিটি বাণিজ্য এবং চাঁদাবাজির কয়েকটি ঘটনায়। আর সদস্যসচিব বাবু বিশ্বনাথ সরকারের বিরুদ্ধে জাতীয়তাবাদী মহিলা দলের সাংগঠনিক সম্পাদক রত্না খাতুন যৌন হয়রানির প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ করেছেন! বছরের পর বছর ধরে দলের দায়িত্বে থেকে চাঁদ এবং বিশ্বনাথ নিজেদেরই প্রতিষ্ঠিত করছেন বলে স্থানীয় সংবাদমাধ্যমের রিপোর্টে বলা হয়েছে। যার ফলে রাজশাহী জেলার রাজনীতিতে বিএনপি কর্মীরা শক্তি হারাচ্ছে, সাংগঠনিক কাঠামোও বিপর্যস্ত।
রাজশাহীর মতো গুরুত্বপূর্ণ একটি জেলায় যদি শক্তিশালী এবং গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে পরিচালিত না হয় তাহলে সামনের নির্বাচনে তার একটি মারাত্মক বিরূপ প্রভাবের আশঙ্কা করছেন রাজশাহী বিএনপি ঘনিষ্ঠ রাজনীতিকরা।’
রাজশাহীর বিভিন্ন উপজেলার তৃণমূলের নেতারা জানান, দলের ত্যাগী, পরীক্ষিত ও মাঠের নেতাদের মূল্যায়ন না করলে সামনের নির্বাচনে নেতিবাচক প্রভাব পড়বে। দ্রুত নতুন কমিটি ঘোষণা করার আহ্বান জানিয়েছেন তারা।
রাজশাহী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য গোলাম মোস্তফা মামুন বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব পুরোনো কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি অনুমোদন দিয়েছেন এমন কোনো খবর আমার জানা নেই। তবে শুনেছি খুব শীঘ্রই আহ্বায়ক অথবা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) সৈয়দ শাহীন শওকত বলেন, রাজশাহী জেলা বিএনপির পুরোনো কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। যা এখন প্রক্রিয়াধীন। দ্রুতই সংবাদ বিজ্ঞপ্তি আকারে প্রকাশিত হবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নতুন কমিটি পাঠালেও তা কেন্দ্রীয় দুই-তিন জন নেতা আটকে রেখেছেন এমন অভিযোগের বিষয় জানতে চাইলে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম বলেন, ‘দলীয় সব সিদ্ধান্ত প্রেস বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়। রাজশাহী জেলা বিএনপির কমিটির বিষয়টিও প্রেসবিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে।
পরে অন্য সিনিয়র রিপোর্টারদের সঙ্গে কুশল বিনিময় করেন এ্যানি। এ সময় আমার দেশ-এর ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরী, বার্তা সম্পাদক ইলিয়াস হোসেন, ভারপ্রাপ্ত চিফ রিপোর্টার বাছির জামাল প্রমুখ উপস্থিত ছিলেন।
১ ঘণ্টা আগেসৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, একটি আদেশের মাধ্যমে জুলাই সনদের সাংবিধানিক মর্যাদা দিতে হবে। এটি সংবিধান নয়, একটা এক্সট্রা কনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট যেটা কোনো সরকার এরকম পরিস্থিতিতে পড়লে দেওয়ার এখতিয়ার রাখে।
৩ ঘণ্টা আগেনাহিদ ইসলাম বলেন, “বড় রাজনৈতিক দল হিসেবে যারা পরিচিত তারা নিজেদের মধ্যে প্রশাসন, এসপি-ডিসি এগুলো ভাগ বাটোয়ারা করছে এবং নির্বাচনে জন্য তারা যে তালিকা করছে, সরকারকে সেগুলো দিচ্ছে এবং উপদেষ্টা পরিষদের ভেতর থেকেও সেই দলগুলোর সাথে সেভাবে সহায়তা করছে”।
৩ ঘণ্টা আগেরাশেদ খান তার পোস্টে বলেন, অন্তর্বর্তীকালীন সরকার কোনভাবেই নিরপেক্ষতার পরিচয় দিতে পারেনি। কোন কোন দলকে সুবিধা দিয়ে ম্যানেজ করে চলেছে। স্বজনপ্রীতিবাজ এসব উপদেষ্টারা কতোটুকু নিরপেক্ষ নির্বাচন দিতে পারবে, সেটি নিয়ে সংশয় ও সন্দেহ আছে।
৩ ঘণ্টা আগে