বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় নির্বাচন পরিচালনা কমিটিতে চার নারীসহ আরও নয় ব্যক্তিকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বুধবার রাতে রাজধানীর মগবাজারের জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের নির্বাচন পরিচালনা কমিটির বৈঠকে তাদের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়।
নতুন সদস্যরা হলেন- সাবেক সচিব ড. খন্দকার খ ম কবিরুল ইসলাম, ড. খলিলুর রহমান মাদানী, অলি উল্লাহ নোমান, শহীদুল ইসলাম, ডা. আনোয়ারুল আযীম, নুরুন্নিসা সিদ্দিকা, সাঈদা রুম্মান, ডা. হাবিবা চৌধুরী সুইট ও আয়েশা সিদ্দিকা পারভীন।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও দলের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি এটিএম মা’ছুমের সভাপতিত্বে এবং কমিটির সদস্যসচিব ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমের সঞ্চালনায় বৈঠকে কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে আলোচনা করা হয়। এছাড়া বিভিন্ন কমিটি ও সাব-কমিটির কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেয়া হয়। ২২ জানুয়ারি থেকে আরম্ভ হওয়া নির্বাচনি সফরসূচি নিয়ে বিস্তারিত আলোচনা ও চূড়ান্ত করা হয়।
জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

