‘ঐক্যবদ্ধ না হলে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করা যাবে না’

বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ২৭ মে ২০২৫, ১৯: ১৩
আপডেট : ২৭ মে ২০২৫, ২০: ৪৮

দেশের সার্বভৌমত্ব রক্ষায় এখনই যদি সকল রাজনৈতিক, ইসলামিক, সামাজিক দল ঐক্য না হয়, তাহলে স্বাধীনতা ধরে রাখা যাবে না; অচিরেই এই স্বাধীনতা বিপন্ন হয়ে যাবে বলে মন্তব্য করেছেন তাহরিকে খাতমে নুবুওয়্যাত-এর আমির ড. এনায়েতুল্লাহ আব্বাসী।

বিজ্ঞাপন

মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে স্টুডেন্ট ফর সার্বভৌমত্ব আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘দশ মাসে এই সরকার কোনো সংস্কার করতে পারেনি। মৌলিক কাজ বাদ দিয়ে কেন আসলো? এর মানে হলো করিডোর, সেন্টমার্টিন, পার্বত্য চট্টগ্রাম একই সূত্রে গাঁথা।’ বর্তমান সরকার পশ্চিমাদের তৈরি এবং এটি তাদের ‘এ’ প্ল্যান উল্লেখ করে তিনি বলেন, ‘একটি মোড়ল রাষ্ট্র বাংলাদেশে ‘রোল প্লে’ করছে। দেশের স্বাধীনতা ক্ষুণ্ণ করতে তারা নিজেদের স্বার্থ রক্ষায় ব্যস্ত। পশ্চিমারা যদি তাদের স্বার্থে ব্যর্থ হয়, তাহলে প্ল্যান ‘বি’-‘সি’ ব্যবহার করবে। ফলে সবাইকে এখনই ঐক্য হতে হবে।’

এ সময় সংগঠনের আহ্বায়ক মুহম্মদ জিয়াউল হক বলেন, ‘করিডোর শব্দের পরিবর্তে এখন আমরা রাখাইনে মানবিক চ্যানেল দেয়ার অস্পষ্ট বক্তব্য শুনছি। আমরা আগেও বলেছি, এখনও বলছি- রাখাইনে করিডর/চ্যানেল কিংবা ভিন্ন নামে কিছু দিতে হলে দায়িত্বশীল রাজনৈতিক ও অরাজনৈতিক কর্তৃপক্ষের সাথে আলোচনা করতে হবে। তাছাড়া বাংলাদেশ ও রোহিঙ্গাদের টেকসই লাভক্ষতির চুল-চেরা আলোচনা-পর্যালোচনা না করে এবং জনগণের সম্মতি না নিয়ে অন্তবর্তী সরকার মানবিক চ্যানেল দিতে পারে না।’

তিনি বলেন, ‘ডিপি ওয়ার্ল্ডে অনেক ভারতীয় স্টাফ কর্মরত। আমেরিকা ও ইজরাইলের সাথে একাধিক সমঝোতা ও চুক্তিবদ্ধ বিদেশি এই প্রতিষ্ঠানকে চট্টগ্রাম বন্দরের পরিচালনায় যুক্ত করতে পারে না।’

এ সময় আরো বক্তব্য রাখেন, হেফাজতে ইসলাম এর যুগ্ম মহাসচিব মীর ইদ্রীস নদভী, আমজনতার দল-এর সদস্য সচিব তারেক রহমান, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ-এর প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জি. শাহাদাৎ ফরাজী সাকিব, দৈনিক ইনকিলাব-এর সহকারী সম্পাদক মেহেদী হাসান পলাশ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত