আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জনসভার মঞ্চেই জামাতে নামাজ আদায় করলেন তারেক রহমান

স্টাফ রিপোর্টার

জনসভার মঞ্চেই জামাতে নামাজ আদায় করলেন তারেক রহমান

মাগরিব নামাজের পূর্বক্ষণে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের গাড়িবহর হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পৌঁছায়। পরে তিনি সমাবেশের মঞ্চে উঠে জামাতে মাগরিবের নামাজ আদায় করেন।

বৃহস্পতিবার রাতে জেলার শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ মাঠে আয়োজিত নির্বাচনি সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান ভোটারদের প্রতি গুরুত্বপূর্ণ আহ্বান জানান।

বিজ্ঞাপন

তিনি বলেন, ভোরে ভোটকেন্দ্রে যেতে হবে। ভোটের দিন তাহাজ্জুদ নামাজ পড়ে প্রস্তুতি নেবেন। ভোটকেন্দ্রের সামনে গিয়ে ফজরের নামাজ আদায় করে ভোট দেবেন। তিনি আরও বলেন, মনে রাখতে হবে—এবারের ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তারেক রহমান বলেন, এদেশটা কার? জনগণের দেশ। এটা কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। এ সমাবেশে আমার সামনে যে হাজার হাজার মানুষ বসে আছেন, আপনারাই এদেশের মালিক। কাজেই আপনারাই সিদ্ধান্ত নেবেন—আপনারা কিভাবে দেশ পরিচালনা করতে চান। ভোটের মাধ্যমেই সেই সিদ্ধান্ত আপনাদের দিতে হবে।

এর আগে বৃহস্পতিবার দুপুর ১টায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির নির্বাচনি প্রচারাভিযান শুরু করেন তারেক রহমান। সিলেটে বক্তব্য দেওয়ার পর তিনি সড়কপথে মৌলভীবাজারের শেরপুরে সমাবেশে বক্তব্য দেন। পরে ভঙ্গুর সড়কপথ অতিক্রম করে সন্ধ্যায় শায়েস্তাগঞ্জে পৌঁছান।

শায়েস্তাগঞ্জের সমাবেশ শেষে তিনি ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আরেকটি নির্বাচনি সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

হবিগঞ্জের এ সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শাম্মী আখতার।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...