চুমকির ওপর হামলার জেরে খুলনায় মহিলা দলের কমিটি বিলুপ্ত

খুলনা ব্যুরো
প্রকাশ : ০৩ মে ২০২৫, ১৬: ৪৮
আপডেট : ০৩ মে ২০২৫, ১৮: ১৭
চুমকি

মহিলা দল খুলনা মহানগর শাখার যুগ্ম-সম্পাদক সৈয়দা আরিফা আশরাফি চুমকির ওপর হামলার জেরে খুলনায় মহিলা দলের কমিটি বিলুপ্ত করা হয়।

শনিবার মহিলা দল খুলনা মহানগর শাখার ১০১ সদস্য বিশিষ্ট কমিটি বিলুপ্ত ঘোষণা হয়েছে।

বিজ্ঞাপন

কেন্দ্রীয় সভানেত্রী আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ স্বাক্ষরিত চিঠিতে কমিটি বিলুপ্ত হওয়ার কথা জানানো হয়। চিঠিতে অতিসত্ত্বর নতুন কমিটি গঠন করা হবে বলেও জানানো হয়েছে।

শুক্রবার সৈয়দা আরিফা আশরাফি চুমকি প্রতিপক্ষের শিকার হয়েছিলেন নগরীর কে ডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনেই। হামলার জন্য নগর মহিলা দলের সভাপতি আজিজা খানম এলিজাকে দায়ী করেছিলেন চুমকি। নালিশ জানিয়েছিলেন মহিলা দলের কেন্দ্রীয় কমিটি ও খুলনা মহানগর বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদককে।

এমএস

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত