
স্টাফ রিপোর্টার

রাসূল (সা.) প্রতিষ্ঠিত মদীনা রাষ্ট্রের আদলে দেশকে সুন্দর, সুখী, সমৃদ্ধ এবং ন্যায় ইনসাফের কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে আসন্ন নির্বাচনে ঢাকা-১৫ আসনে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ সারাদেশে জামায়াত প্রার্থীদের বিজয়ী করার আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতের ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান।
শুক্রবার সকালে মিরপুর-১৩-এর শেরেবাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কাফরুল উত্তর থানা জামায়াত আয়োজিত ঢাকা-১৫ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
থানা আমীর রেজাউল করিম মাহমুদের সভাপতিত্বে ও সেক্রেটারি আশিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর আব্দুর রহমান মূসা ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক ডা. কর্নেল জিহাদ খান। উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য শহীদুল্লাহ সহ স্থানীয় নেতৃবৃন্দ।
ঢাকা-১৫ আসনে আমীরে জামায়াতের প্রার্থীতার কথা উল্লেখ করে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, এ আসনে সংগঠন সর্বোচ্চ ব্যক্তিকে মনোনয়ন দিয়েছে। আমীরে জামায়াত শুধু দেশেই নন বরং আন্তর্জাতিকভাবেও বরেণ্য ব্যক্তি। তাকে ভোট দিয়ে নির্বাচিত করলে জনগণ তার যোগ্যতর খেদমত পাবেন।
আর দল ক্ষমতায় গেলে তার যোগ্যতর নেতৃত্বে দেশে কুরআনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে দেশে ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। যে রাষ্ট্রের ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল মানুষের অধিকারের নিশ্চয়তা থাকবে। দেশ হবে ক্ষুধা ও দারিদ্রমুক্ত। তিনি সে স্বপ্নের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রতি গণজোয়ার সৃষ্টিতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
অধ্যাপক মুজিব বলেন, সবার আগে দেশে নির্বাচনি পরিবেশ সৃষ্টি করতে হবে। এ জন্য দরকার সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড। বেড়িয়ে আসতে হবে ভোটচুরি-ডাকাতি, কেন্দ্র দখল সহ নির্বাচনে অবৈধ অর্থের ব্যবহারের অতীত অপসংস্কৃতি থেকে। এজন্য দরকার প্রচলিত পদ্ধতির পরিবর্তে পিআর পদ্ধতিতে নির্বাচন। তিনি পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি আদায়ে সকলকে রাজপথে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
তিনি বলেন, স্বাস্থ্য সচেতন হলে বা সুস্থ্য থাকলে ব্যক্তির জীবন যেমন আনন্দঘন হয়ে ওঠে, ঠিক তেমনিভাবে দেশ ও জাতির ভবিষ্যৎ নির্মাণে এবং জাতিকে সুখী-সমৃদ্ধ করতে আমাদেরকে সচেতন হতে হবে। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমাদেরকে সুচিন্তিতভাবে রায় প্রদান করতে হবে।

রাসূল (সা.) প্রতিষ্ঠিত মদীনা রাষ্ট্রের আদলে দেশকে সুন্দর, সুখী, সমৃদ্ধ এবং ন্যায় ইনসাফের কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে আসন্ন নির্বাচনে ঢাকা-১৫ আসনে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ সারাদেশে জামায়াত প্রার্থীদের বিজয়ী করার আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতের ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান।
শুক্রবার সকালে মিরপুর-১৩-এর শেরেবাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কাফরুল উত্তর থানা জামায়াত আয়োজিত ঢাকা-১৫ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
থানা আমীর রেজাউল করিম মাহমুদের সভাপতিত্বে ও সেক্রেটারি আশিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর আব্দুর রহমান মূসা ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক ডা. কর্নেল জিহাদ খান। উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য শহীদুল্লাহ সহ স্থানীয় নেতৃবৃন্দ।
ঢাকা-১৫ আসনে আমীরে জামায়াতের প্রার্থীতার কথা উল্লেখ করে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, এ আসনে সংগঠন সর্বোচ্চ ব্যক্তিকে মনোনয়ন দিয়েছে। আমীরে জামায়াত শুধু দেশেই নন বরং আন্তর্জাতিকভাবেও বরেণ্য ব্যক্তি। তাকে ভোট দিয়ে নির্বাচিত করলে জনগণ তার যোগ্যতর খেদমত পাবেন।
আর দল ক্ষমতায় গেলে তার যোগ্যতর নেতৃত্বে দেশে কুরআনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে দেশে ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। যে রাষ্ট্রের ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল মানুষের অধিকারের নিশ্চয়তা থাকবে। দেশ হবে ক্ষুধা ও দারিদ্রমুক্ত। তিনি সে স্বপ্নের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রতি গণজোয়ার সৃষ্টিতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
অধ্যাপক মুজিব বলেন, সবার আগে দেশে নির্বাচনি পরিবেশ সৃষ্টি করতে হবে। এ জন্য দরকার সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড। বেড়িয়ে আসতে হবে ভোটচুরি-ডাকাতি, কেন্দ্র দখল সহ নির্বাচনে অবৈধ অর্থের ব্যবহারের অতীত অপসংস্কৃতি থেকে। এজন্য দরকার প্রচলিত পদ্ধতির পরিবর্তে পিআর পদ্ধতিতে নির্বাচন। তিনি পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি আদায়ে সকলকে রাজপথে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
তিনি বলেন, স্বাস্থ্য সচেতন হলে বা সুস্থ্য থাকলে ব্যক্তির জীবন যেমন আনন্দঘন হয়ে ওঠে, ঠিক তেমনিভাবে দেশ ও জাতির ভবিষ্যৎ নির্মাণে এবং জাতিকে সুখী-সমৃদ্ধ করতে আমাদেরকে সচেতন হতে হবে। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমাদেরকে সুচিন্তিতভাবে রায় প্রদান করতে হবে।


শোভাযাত্রায় কয়েক হাজার মোটরসাইকেল, প্রাইভেট কার ও পিকআপ ভ্যান অংশ নেয়। রাস্তার মোড়ে মোড়ে উৎসুক জনতা ভিড় করেন এবং তারা হাত নেড়ে ও স্লোগান দিয়ে শোভাযাত্রাকে উষ্ণ অভ্যর্থনা জানান। ঢাকা-১৩ আসনের বিভিন্ন থানা ও ওয়ার্ডের কর্মী সমর্থক ও তরুণদের উপস্থিতিতে পুরো এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
৩ ঘণ্টা আগে
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন বলেছেন, জাতীয় নির্বাচন বাতিলের ষড়যন্ত্র রুখে দিতে হবে। তিনি বলেন, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত চার মূলনীতি সমুন্নত রাখতে হবে।
৩ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন ড. আজহারুল ইসলাম, অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “যুবদল যে উদ্যম নিয়ে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক কার্যক্রম আয়োজন করেছে, তা একটি ইতিবাচক নতুন জাতি গঠনের কার্যক্রম। আজকের শিশুরাই আগামী দিনের নাগরিক। তাদের সৃজনশীল চিন্তা, যুক্তি ও অনুধাবনে
৫ ঘণ্টা আগে
জুলাই সনদ স্বাক্ষরের পর সংশোধনের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। বুধবার নিজের ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
৫ ঘণ্টা আগে