
স্পোর্টস ডেস্ক

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ জিতে এগিয়ে ছিল দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ম্যাচ তাদের সামনে ছিল সিরিজ জয়ের মোক্ষম সুযোগ। তবে সেটা হতে দিলেন না ফাহিম আশরাফ-সাইম আইয়ুবরা। ব্যাটে-বলে দারুণ নৈপুণ্যে ৯ উইকেটের বড় জয়ে সিরিজে সমতা ফিরিয়েছে পাকিস্তান। তৃতীয় টি-টোয়েন্টি হয়ে দাঁড়াল সিরিজ নির্ধারণী।
টসে হেরে ব্যাট করতে নেমে সালমান মির্জা, নাসিম শাহ আর ফাহিম আশরাফের বোলিং তোপে পড়ে দক্ষিণ আফ্রিকা। দুই প্রান্ত থেকে টানা বোলিংয়ে প্রোটিয়াদের টপ অর্ডার ধসিয়ে দেন সালমান-নাসিম। তাতে কোনো রান না করেই ফিরে যান রিজা হেনড্রিকস। কুইন্টন ডি কক এবং টনি ডি জর্জি দুজনই করেন ৭ রান করে।
প্রোটিয়াদের এই ধস অব্যাহত থাকে শেষ পর্যন্ত। দলের হয়ে সর্বোচ্চ ২৫ রান করেন ডেওয়াল্ড ব্রেভিস। এছাড়া দুই অংক স্পর্শ করেন ডোনোভান ফেরেইরা (১৫), করবিন বোশ (১১) ও ওটনেইল বার্টম্যান (১২)।
পাকিস্তানের পক্ষে ২৩ রানে সর্বোচ্চ ৪ উইকেট নেন ফাহিম। সালমান ১৪ রানে ৩ উইকেট ও নাসিম নেন ২৮ রানে ২ উইকেট।
জবাব দিতে নেমে ঝড়ো শুরু করেন সাহিবজাদা ফারহান ও সাইম আইয়ুব। দুজন বিচ্ছিন্ন হন দলীয় ৫৪ রানে, ২৮ রান করে ফারহান আউট হলে। এরপর বাবর আজমকে নিয়ে দ্বিতীয় উইকেটে রানের জুটিতে দলকে জয়ের বন্দরে পৌছে দেন সাইম। ৩৮ বলে ৫ ছক্কা ও ৬ চারে ৭১ রানে অপরাজিত থাকেন সাইম। বাবর অপরাজিত থাকেন ১৮ বলে ১১ রানে।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা : ১৯.২ ওভারে ১১১/১০ (ব্রেভিস ২৫, ফেরেইরা ১৫, বার্টম্যান ১২; ফাহিম ৪/২৩, সালমান ৩/১৪)
পাকিস্তান : ১৩.১ ওভারে ১১২/১ (সাইম ৭১*, ফারহান ২৮; বোশ ১/১৭)

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ জিতে এগিয়ে ছিল দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ম্যাচ তাদের সামনে ছিল সিরিজ জয়ের মোক্ষম সুযোগ। তবে সেটা হতে দিলেন না ফাহিম আশরাফ-সাইম আইয়ুবরা। ব্যাটে-বলে দারুণ নৈপুণ্যে ৯ উইকেটের বড় জয়ে সিরিজে সমতা ফিরিয়েছে পাকিস্তান। তৃতীয় টি-টোয়েন্টি হয়ে দাঁড়াল সিরিজ নির্ধারণী।
টসে হেরে ব্যাট করতে নেমে সালমান মির্জা, নাসিম শাহ আর ফাহিম আশরাফের বোলিং তোপে পড়ে দক্ষিণ আফ্রিকা। দুই প্রান্ত থেকে টানা বোলিংয়ে প্রোটিয়াদের টপ অর্ডার ধসিয়ে দেন সালমান-নাসিম। তাতে কোনো রান না করেই ফিরে যান রিজা হেনড্রিকস। কুইন্টন ডি কক এবং টনি ডি জর্জি দুজনই করেন ৭ রান করে।
প্রোটিয়াদের এই ধস অব্যাহত থাকে শেষ পর্যন্ত। দলের হয়ে সর্বোচ্চ ২৫ রান করেন ডেওয়াল্ড ব্রেভিস। এছাড়া দুই অংক স্পর্শ করেন ডোনোভান ফেরেইরা (১৫), করবিন বোশ (১১) ও ওটনেইল বার্টম্যান (১২)।
পাকিস্তানের পক্ষে ২৩ রানে সর্বোচ্চ ৪ উইকেট নেন ফাহিম। সালমান ১৪ রানে ৩ উইকেট ও নাসিম নেন ২৮ রানে ২ উইকেট।
জবাব দিতে নেমে ঝড়ো শুরু করেন সাহিবজাদা ফারহান ও সাইম আইয়ুব। দুজন বিচ্ছিন্ন হন দলীয় ৫৪ রানে, ২৮ রান করে ফারহান আউট হলে। এরপর বাবর আজমকে নিয়ে দ্বিতীয় উইকেটে রানের জুটিতে দলকে জয়ের বন্দরে পৌছে দেন সাইম। ৩৮ বলে ৫ ছক্কা ও ৬ চারে ৭১ রানে অপরাজিত থাকেন সাইম। বাবর অপরাজিত থাকেন ১৮ বলে ১১ রানে।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা : ১৯.২ ওভারে ১১১/১০ (ব্রেভিস ২৫, ফেরেইরা ১৫, বার্টম্যান ১২; ফাহিম ৪/২৩, সালমান ৩/১৪)
পাকিস্তান : ১৩.১ ওভারে ১১২/১ (সাইম ৭১*, ফারহান ২৮; বোশ ১/১৭)

এশিয়ান কাপ বাছাই পর্বে হংকংয়ের বিপক্ষে ম্যাচ খেলার পর ছুটিতে গেছেন বাংলাদেশ দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা। তাকে ছাড়াই গত বৃহস্পতিবার থেকে ফুটবল দলের ক্যাম্প শুরু হয়েছে। ঢাকায় না থাকলেও কোচ কাবরেরার ছকেই দলের অনুশীলন হচ্ছে বলে জানালেন সহকারী কোচ হাসান আল মামুন।
৯ ঘণ্টা আগে
প্রথম দুই টি-টোয়েন্টিতে আগেই হার মেনেছিল বাংলাদেশ। এবার শেষ ও তৃতীয় টি-টোয়েন্টিতেও মিলল না সান্ত্বনার জয়। ছন্দটা ধরে রেখে এবারও জিতল ওয়েস্ট ইন্ডিজ। জয়টা এসেছে ৫ উইকেটে- ১৯ বল হাতে রেখেই।
৯ ঘণ্টা আগে
আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের কাছে হেরে অস্ট্রেলিয়া বিদায় নিতেই অবসরের ইঙ্গিত দিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা হিলি। ম্যাচশেষে হিলি জানান, এটাই ছিল তার ক্যারিয়ারের শেষ ওয়ানডে বিশ্বকাপ। সে হিসাবে পরবর্তী বিশ্বকাপের আগেই ওয়ানডে থেকে অবসরে যাচ্ছেন এই অজি তারকা।
১০ ঘণ্টা আগে
আগামী ১৮ নভেম্বর ঢাকায় জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচে বাংলাদেশ ও ভারত মুখোমুখি হবে। এরই মধ্যে দুদলেরই বাছাই পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে। মূল পর্বের আশা শেষ হয়ে গেলেও আসন্ন ম্যাচটি বাড়তি গুরুত্ব পাচ্ছে বাংলাদেশ ও ভারতের কাছে। এ ম্যাচটি ঘিরে উন্মাদনা তৈরি হচ্ছে।
১০ ঘণ্টা আগে