বাংলাদেশে জয় চান ভারত কোচ জামিল

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ২১: ০০

আগামী ১৮ নভেম্বর ঢাকায় জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচে বাংলাদেশ ও ভারত মুখোমুখি হবে। এরই মধ্যে দুদলেরই বাছাই পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে। মূল পর্বের আশা শেষ হয়ে গেলেও আসন্ন ম্যাচটি বাড়তি গুরুত্ব পাচ্ছে বাংলাদেশ ও ভারতের কাছে। এ ম্যাচটি ঘিরে উন্মাদনা তৈরি হচ্ছে।

বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি যেকোনো মূল্যে জিততে চায় ভারত। ভারতের সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারত দলের কোচ খালিদ জামিল বলেছেন, ‘আমরা ম্যাচটি যেকোনো মূল্যে জিততে চাই। এই মুহূর্তে জাতীয় দলের জন্য একটি জয় খুবই প্রয়োজন।’

বিজ্ঞাপন

বাংলাদেশের মতো এশিয়ান কাপ বাছাই চার ম্যাচ খেলে দুটিতে ড্র করলেও এখনো জয়ের মুখ দেখেনি ভারত। সর্বশেষ ঘরের মাঠে সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হেরেছে তারা। ভারত কোচ জামিল বলেন, ‘সেটি নিয়ে মাথা ঘামানোর কোনো অর্থ হয় না। হোম ম্যাচে আমাদের কিছু ভুলের মাশুল দিতে হয়েছে। আমরা এখন সামনে তাকিয়ে আছি।’

ফিফা র‌্যাংকিংয়ে ভারতের অবস্থান ১৩৬তম। আর বাংলাদেশ রয়েছে ১৮৩তম অবস্থানে। এশিয়ান কাপের আসন্ন ম্যাচের ফলও র‌্যাংকিংয়ে প্রভাব ফেলবে। তবে র‌্যাংকিংয়ের দিকে তাকাচ্ছেন না জামিল।

ভারত কোচ বলেন, ‘কয়েকটি জয় পরিস্থিতি বদলে দেবে। এজন্য আমি বলব যে, আমাদের বাংলাদেশের বিপক্ষে হারা যাবে না।’ কোচ জামিল চান, তার শিষ্যরা ম্যাচের শেষ পর্যন্ত লড়বে এবং নিজেদের সর্বস্ব নিংড়ে দেবে। তাহলেই বাংলাদেশের বিপক্ষে সফলতা পেতে পারে ভারতীয় ফুটবল দল।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

ফুটবল
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত