অবসরের ইঙ্গিত অ্যালিসা হিলির

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ২১: ৩০

আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের কাছে হেরে অস্ট্রেলিয়া বিদায় নিতেই অবসরের ইঙ্গিত দিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা হিলি। ম্যাচশেষে হিলি জানান, এটাই ছিল তার ক্যারিয়ারের শেষ ওয়ানডে বিশ্বকাপ। সে হিসাবে পরবর্তী বিশ্বকাপের আগেই ওয়ানডে থেকে অবসরে যাচ্ছেন এই অজি তারকা।

অস্ট্রেলিয়ার অন্যতম সেরা তারকা হিলি। অজিদের সাত বিশ্বকাপের দুটিতে অবদান রেখেছেন হিলি। ২০১৩ বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলে ছিলেন তিনি। সবশেষ বিশ্বকাপ জয়ে তিনিই নেতৃত্ব দিয়েছেন অস্ট্রেলিয়াকে। এবারের আসরেও সেঞ্চুরি করেছেন। আছেন দুর্দান্ত ফর্মেও। তবুও বয়স আর ফিটনেস বিবেচনায় ওয়ানডে থেকে সরে দাঁড়ানোর পরিকল্পনা তার।

বিজ্ঞাপন

হিলি বলেন, ‘আমি সেখানে (পরের বিশ্বকাপ) থাকব না। বলেই দিচ্ছি। পরের চক্রে তাকানো সৌন্দর্যই এমন, আমরা দেখব কী অপেক্ষায়। আগামী বছরের মাঝামাঝি টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে, আমাদের দলের জন্য যা রোমাঞ্চকর। তবে আমার মনে হয়, আমাদের ওয়ানডে ক্রিকেটে কিছুটা পালাবদল দেখা যাবে আবার। আজকে রাতের ভুল থেকে আমরা শিখব। আমরা গড়ে উঠব, আরো ভালো হয়ে উঠব। দলের তরুণদের জন্য আরো ভালো সুযোগ পাওয়ার যে হাতছানি, অস্ট্রেলিয়ান ক্রিকেটের জন্য সেটি রোমাঞ্চকর।’

সেমিতে হারের দায় নিজের কাঁধে নিয়ে হিলি বলেন, ‘ফিরে তাকালে মনে হবে, দায় আমাদের নিজেদেরই। সম্ভবত প্রথমবার মনে হচ্ছে, আমরা এমনটি করেছি। ব্যাট হাতে ভালোভাবে শেষ করতে পারিনি, বোলিং ভালো করিনি এবং মাঠে অতগুলো সুযোগ হাতছাড়া করেছি। তারপরও অবশ্য শেষের আগের ওভার পর্যন্ত ম্যাচ টেনে নিয়েছি। সেখান থেকে (ইতিবাচক) কিছু নিতে পারি। তবে শেষ পর্যন্ত আমরা পারিনি।’

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

ক্রিকেট
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত