ভারতের বিপক্ষে ম্যাচ

কোচ কাবরেরার ছকেই অনুশীলন জামালদের

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ২২: ০০

এশিয়ান কাপ বাছাই পর্বে হংকংয়ের বিপক্ষে ম্যাচ খেলার পর ছুটিতে গেছেন বাংলাদেশ দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা। তাকে ছাড়াই গত বৃহস্পতিবার থেকে ফুটবল দলের ক্যাম্প শুরু হয়েছে। ঢাকায় না থাকলেও কোচ কাবরেরার ছকেই দলের অনুশীলন হচ্ছে বলে জানালেন সহকারী কোচ হাসান আল মামুন। আজ জাতীয় স্টেডিয়ামে অনুশীলনে নিজেদের ঝালিয়ে নেন জামাল, জায়ানরা। আগামী ৩ কিংবা ৪ নভেম্বর দলের সঙ্গে যোগ দেবে প্রধান কোচ। তবে সদূর স্পেন থেকে তাদের অনুশীলন পর্যবেক্ষণ করছেন কাবরেরা।

হাসান আল মামুন বলেন, ‘অনেক আগে থেকেই আমাদের প্রোগ্রাম সেট করা আছে। আমাদের পরিকল্পনা করা আছে যে, ভারতের সঙ্গে আমাদের ছকটা কী হবে। এটা অনেক আগে থেকে তৈরি। তিনি (কাবরেরা) তিন বা চার তারিখে হয়তো চলে আসবেন। তিনি বাবা হয়েছেন।’ তিনি আরো বলেন, ‘আমাদের পুরোটা সেশন রেকর্ডিং হবে এবং এই সেশন কাবরেরা কাছে চলে যাবে। সে ফিডব্যাক দেবে। পরে কোনো ভুল থাকলে এটা আমরা ঠিক করে নেব। তবে ওভারঅল প্রোগ্রামটা তারই দেওয়া।’

বিজ্ঞাপন

আগামী ১৮ নভেম্বর জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ফিরতি ম্যাচ খেলবে ভারত। বাছাই পর্বে এ পর্যন্ত চার ম্যাচ খেলে এখনো জয়ের মুখ দেখেনি বাংলাদেশ। হামজা চৌধুরী, শমিত সোম, জায়ান আহমেদের মতো প্রবাসীদের নিয়ে শক্ত দল গঠন করা হলেও জয় না পাওয়াটা মেনে পারছেন না হাসান আল মামুন। তিনি বলেন, ‘আসলে এই দল এটা ডিজার্ভ করে না। এই দলের যে ওজন এবং গত তিন বছরে হাভিয়েরের অধীনে যে দল হয়েছে, এই দলটা একটা পরিবর্তনের জায়গায় আছে, সেটা হচ্ছে আমাদের লেভেলকে পরিবর্তন। তাই এই টিম এটা ডিজার্ভ করে না। অবশ্যই আমরা সামনে দুটি ম্যাচে পয়েন্টের জন্য নামব। জয়ের জন্য নামব, কোনো সন্দেহ নেই।’

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

ফুটবল
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত