ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপির বৈঠক আজ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ০৪: ৫৮

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে শনিবার সকালে বৈঠক করবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল। জাতীয় সংসদের কমিশনের কার্যালয়ে বৈঠকটি হবে সকাল ১০টায়। এ তথ্য জানিয়েছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব এবং মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন।

এনসিপির প্রতিনিধি দলে থাকবেন দলটির সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জাবেদ রাসিন, খালেদ সাইফুল্লাহ, যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।

বিজ্ঞাপন

গত ১৭ অক্টোবর জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান হয়। সেদিন এতে সই করে বিএনপি-জামায়াতসহ ২৪টি রাজনৈতিক দল। পরে সনদে সই করে গণফোরাম। তবে সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়নের রূপরেখা না দেখে সই না করার সিদ্ধান্ত জানায় এনসিপি। এ ছাড়া বামপন্থী চারটি দল তাদের আপত্তির কথা জানিয়ে তা নিষ্পত্তি না হলে সই না করার কথা জানিয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত