নির্বাচনী দায়িত্ব পালনরত ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) লাঞ্ছিত করার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো সংশ্লিষ্ট কর্মকর্তাকে বদলি করায় ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। দলটি অভিযোগ করেছে, এর মাধ্যমে সন্ত্রাসীদের শাস্তি না দিয়ে পুরস্কৃত করা হচ্ছে, যা অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের অন্তরায়।
বুধবার বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ করে দলটির একটি প্রতিনিধি দল। সাক্ষাৎ শেষে প্রতিনিধি দলের নেতা ও সংগঠনের সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ সাংবাদিকদের এসব কথা জানান।
প্রতিনিধি দল কমিশনকে জানায়, নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনে উচ্ছেদ অভিযান চলাকালে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা দায়িত্বরত ম্যাজিস্ট্রেট ও ইউএনওকে প্রকাশ্যে লাঞ্ছিত করেন। বিষয়টি দেশজুড়ে আলোচিত হলেও দোষীদের বিচারের মুখোমুখি না করে সংশ্লিষ্ট কর্মকর্তাকেই বদলি করা হয়েছে। এর মাধ্যমে প্রশাসনের কাছে ভুল বার্তা যাচ্ছে এবং একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রভাব বিস্তারের সুযোগ তৈরি করা হচ্ছে।
সন্ত্রাসীদের জামিন ও হুমকি সংবাদ ব্রিফিংয়ে মাওলানা ইউসুফ আশরাফ বলেন, নেত্রকোনা ও ফরিদপুরসহ দেশের বিভিন্ন আসনে চিহ্নিত ও তালিকাভুক্ত সন্ত্রাসীদের পরিকল্পিতভাবে জামিনে মুক্ত করে পুনরায় মাঠে সক্রিয় করা হচ্ছে। এর ফলে আমাদের প্রার্থীরা নিয়মিত হামলা ও হুমকির শিকার হচ্ছেন। অথচ অবৈধ অস্ত্র উদ্ধার বা সন্ত্রাসীদের গ্রেফতারে আইন-শৃঙ্খলা বাহিনীর কোনো দৃশ্যমান পদক্ষেপ নেই।
৫ সদস্যের এই প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজি, মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা মুহাম্মাদ ফয়সাল এবং মাওলানা হাসান জুনাইদ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

