বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আমরা আধিপত্যবাদ মানব না, ফ্যাবিবাদ দেখতে চাই না। আমরা কোনো দুর্নীতিগ্রস্ত সরকার দেখতে চাই না। আমরা একটি মানবিক বাংলাদেশ দেখতে চাই।”
শনিবার দুপুর পৌনে ১২টার দিকে চৌদ্দগ্রামে ১১ দলীয় জোটের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, “আপনারা যদি আমাদের ভোট দেন, আমরা ক্ষমতায় গেলে ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে মন্ত্রিপরিষদের সিনিয়র সদস্য হিসেবে দেখতে পাবেন। এই প্রতিশ্রুতি আমি দিচ্ছি। এই সুযোগ চৌদ্দগ্রামবাসী কাজে লাগাবেন কি না, সেটা চিন্তা করবেন “
ডা. শফিকুর রহমান বলেন, “আমরা এই বাংলাদেশটা যুবসমাজের হাতে তুলে দিতে চাই। এর প্রমাণ হচ্ছে, যুবকদের সংগঠন আমাদের সাথে। এর আরো প্রমাণ হচ্ছে, আমরা যে নমিনেশন দিয়েছি তার ৬২ শতাংশই যুবক।”
জামায়াত আমির বলেন, “আমরা ক্ষমতায় গেলে সবকার গঠন করে শিশু থেকে বৃদ্ধ সবার ন্যায়বিচার নিশ্চিত করব। যারা এ দেশে বসবাস করে, এ দেশের নাগরিক না, তাদেরও ন্যায়বিচার পাওয়ার অধিকার আছে। সেই ন্যায়বিচার আমরা নিশ্চিত করব। কোন দল বিচারে হস্তপেক্ষ করতে পারবে না।”
তিনি বলেন, “জাতি, বর্ণ, ধর্মের ওপর বিভক্ত করে এই দেশ, দেশের মানুষকে অনেক পিছিয়ে রাখা হয়েছে। রাজনৈতিক দলমতের ভিত্তিতে নির্মমভাবে অত্যাচার করা হয়েছে, খুন-গুমের শিকার হতে হয়েছে। আমরা আর এসব চাই না, এবারের বন্দোবস্ত হবে জনগণের সেবার জন্য সরকার গঠন করা। আমরা নির্বাচিত হলে এই জাতীকে আর কোনো দ্বিধাবিভক্ত করতে দিব না ইনশাআল্লাহ।”
শফিকুর রহমান বলেন, “এই নির্বাচনের মধ্য দিয়ে যে বাংলাদেশ গঠন করা হবে, সেটি হবে
তারুণ্যের বাংলাদেশ, যৌবনদিপ্ত বাংলাদেশ। সব বাধা ডিংগিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। যারা আমাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদেরও আমরা ডাকব, আমাদের সাথে মিলে কাজ করুন। তবে কোন অপরাধ করা যাবে না। ব্যাংক ডাকাতি করা যাবে না, চাঁদাবাজি করা যাবে না। অন্যায়কারীকে প্রশ্রয় দিবে না। কোনো রাজনৈতিক দল বিচারিককাজে হস্তক্ষেপ করা যাবে না। এটা মেনে নিতে হবে।”
তিনি বলেন, যে জুলাইয়ের কারণে আমরা আজ জনগণকে প্রতিনিধিত্ব করতে চাই, সেই জুলাইকে সম্মান করতে হবে। জুলাইকে ধারণ করে ১৮ কোটি মানুষের স্বার্থে এগিয়ে যেতে হবে।
তিনি আরো বলেন, “আমরা শিক্ষার অমুল পরিবর্তন করতে চাই। এই শিক্ষা দিয়ে আমরা আগাতে পারব না। বেটার এডুকেশন, বেটার নেশন। এডুকেশন ভালো না হলে একটা ভালো জাতি আমরা গঠন করতে পারব না। এখানে বড় পরিবর্তন লাগবেই ইনশাআল্লাহ।”
১১ দলীয় জোটের জনসভায় জামাতের নায়েবে আমির কুমিল্লা ১১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সভাপতিত্বে নির্বাচনি জনসমাবেশে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির আহ্য়বাক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাসুম, আব্দুল হালিম, কেন্দ্রীয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম, ডাকসুর ভিপি সাদিক কায়েম।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

