জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৪৪টি নিম গাছ রোপন

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২০ জুন ২০২৫, ১৮: ৩২
আপডেট : ২০ জুন ২০২৫, ২০: ২৫

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে শুক্রবার নিম গাছ রোপন করে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।

কেন্দ্রীয় ছাত্রদল সহ সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল বলেন, জিয়াউর রহমানের উপহার দেওয়া নিম গাছ যেমন আরাফাতের ময়দানে শীতল সুবাতাস বইয়ে দিয়েছে, ঠিক তেমনি বাংলাদেশের রাজনীতিতে সকল দলের মিলনমেলায় পরিণত করেছে।

বিজ্ঞাপন

বৃক্ষরোপণ কর্মসূচিতে একাত্নতা জানাতে আসা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা. লোহানী মো. তাজুল ইসলাম বলেন, জিয়াউর রহমান একজন কিংবদন্তী। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতৃবৃন্দ যে উদ্যোগ গ্রহণ করেছে তা অত্যন্ত প্রশংসনীয়।

এসময় আরো উপস্থিত ছিলেন জাতীয় বার্ন ইন্সটিটিউটের প্লাস্টিক সার্জন ডা. মো. শরীফুল ইসলাম, রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ডা. গোলাম রব্বানী, স্বেচ্ছাসেবক দল নেতা ডা. মামুন, ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রদল নেতা ডা. তারেক সালাম, বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদল নেতা ডা. মমি আনসারি, ডা. সাব্বির, ডা. মুশফিক, ইলিয়াস কাঞ্চন, প্রলয়, কেন্দ্রীয় ছাত্রদল নেতা শাহ পরান, মহিউদ্দিন মাহি, ফরিদপুর মেডিকেল কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক ডা. রুবেল, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদল নেতা শিহাব, সিফাত, ইফাত, মহসিন-সহ নেতৃবৃন্দ।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত