আর্থিক অনিয়মের অভিযোগে ফজলুর রহমানের মনোনয়ন বাতিলের দাবি

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ১৫: ৫২

হামলা-নির্যাতন, আর্থিক অনিয়ম ও চাঁদাবাজির অভিযোগ এনে কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমানের মনোনয়ন বাতিলের দাবি করেছেন একই আসনের মনোনয়ন প্রত্যাশী ও সাবেক ছাত্রদল নেতা আবদুর রহিম মোল্লা।

মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)তে এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন সাবেক জেলা প্রশাসক ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবদুর রহিম মোল্লা।

বিজ্ঞাপন

বীর মুক্তিযোদ্ধা আবদুর রহিম মোল্লা বিএনপি মনোনীত কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্যপ্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে ১৪টি অপকর্মের অভিযোগ করেন।

অভিযোগগুলো হলো: গত ৫ আগস্টের পর ইটনা ও অষ্টগ্রামের নদী থেকে প্রায় ১৮ কোটি টাকার বালু অবৈধভাবে উত্তোলন করে বিক্রি করেছেন অ্যাডভোকেট ফজলুর রহমান। সাবেক ডিবি প্রধান হারুনের শত কোটি টাকার রিসোর্ট রক্ষার প্রতিশ্রুতি দিয়ে ফজলুর রহমান সাড়ে ৩ কোটি টাকা আত্মসাৎ করেছেন। মিঠামইন উপজেলার সাধারণ মানুষকে ভয় দেখিয়ে ৫ কোটি টাকার চাঁদাবাজি। থানেশ্বর ও ধারা গ্রাম উন্নয়ন ফান্ডের ৫৫ লক্ষ টাকা আত্মসাৎ করেছে অ্যাডভোকেট ফজলুর রহমান ও তার নেতাকর্মীরা। পানি উন্নয়ন বোর্ডের প্রায় তিনশো প্রকল্প থেকে এক লক্ষ থেকে দেড় লক্ষ টাকা চাঁদা আদায়। ফজলুর রহমানের ভাতিজার নেতৃত্বে নদীপথে চলা প্রতিটি যানবাহন থেকে ৫০০-১০০০ টাকা চাঁদা নেওয়া হয়। মিঠামইনে খাস জমির সাথে সংখ্যালঘুদের জমি দখলের ফলে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জামায়াতের দিকে ধাবিত হচ্ছে।

অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে আনীত এই অভিযোগগুলো বিবেচনায় নিয়ে দল যেন মনোনয়ন পুনর্বিবেচনা করে, সেই দাবিও জানানো হয়েছে সংবাদ সম্মেলন থেকে।

সংবাদ সম্মেলনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা আবদুর রহিম মোল্লার সাথে বিভিন্ন পর্যায়ের বিএনপি নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

ফ্যাসিবাদ ও তাদের দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে সম্মিলিত ছাত্র সংসদের বিবৃতি

আলিয়ঁস ফ্রঁসেজে চলছে ‘দৃশ্য / অদৃশ্য’ প্রদর্শনী

চলতি বছরেই চূড়ান্ত হচ্ছে ন্যাশনাল পোর্ট স্ট্র্যাটেজি

সাবেক বিমান বাহিনীর প্রধান আব্দুল হান্নানের ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ

ঐকমত্যের বাইরে কিছু চাপিয়ে দিলে সব দায় সরকারকে নিতে হবে: ফখরুল

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত