
স্টাফ রিপোর্টার

হামলা-নির্যাতন, আর্থিক অনিয়ম ও চাঁদাবাজির অভিযোগ এনে কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমানের মনোনয়ন বাতিলের দাবি করেছেন একই আসনের মনোনয়ন প্রত্যাশী ও সাবেক ছাত্রদল নেতা আবদুর রহিম মোল্লা।
মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)তে এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন সাবেক জেলা প্রশাসক ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবদুর রহিম মোল্লা।
বীর মুক্তিযোদ্ধা আবদুর রহিম মোল্লা বিএনপি মনোনীত কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্যপ্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে ১৪টি অপকর্মের অভিযোগ করেন।
অভিযোগগুলো হলো: গত ৫ আগস্টের পর ইটনা ও অষ্টগ্রামের নদী থেকে প্রায় ১৮ কোটি টাকার বালু অবৈধভাবে উত্তোলন করে বিক্রি করেছেন অ্যাডভোকেট ফজলুর রহমান। সাবেক ডিবি প্রধান হারুনের শত কোটি টাকার রিসোর্ট রক্ষার প্রতিশ্রুতি দিয়ে ফজলুর রহমান সাড়ে ৩ কোটি টাকা আত্মসাৎ করেছেন। মিঠামইন উপজেলার সাধারণ মানুষকে ভয় দেখিয়ে ৫ কোটি টাকার চাঁদাবাজি। থানেশ্বর ও ধারা গ্রাম উন্নয়ন ফান্ডের ৫৫ লক্ষ টাকা আত্মসাৎ করেছে অ্যাডভোকেট ফজলুর রহমান ও তার নেতাকর্মীরা। পানি উন্নয়ন বোর্ডের প্রায় তিনশো প্রকল্প থেকে এক লক্ষ থেকে দেড় লক্ষ টাকা চাঁদা আদায়। ফজলুর রহমানের ভাতিজার নেতৃত্বে নদীপথে চলা প্রতিটি যানবাহন থেকে ৫০০-১০০০ টাকা চাঁদা নেওয়া হয়। মিঠামইনে খাস জমির সাথে সংখ্যালঘুদের জমি দখলের ফলে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জামায়াতের দিকে ধাবিত হচ্ছে।
অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে আনীত এই অভিযোগগুলো বিবেচনায় নিয়ে দল যেন মনোনয়ন পুনর্বিবেচনা করে, সেই দাবিও জানানো হয়েছে সংবাদ সম্মেলন থেকে।
সংবাদ সম্মেলনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা আবদুর রহিম মোল্লার সাথে বিভিন্ন পর্যায়ের বিএনপি নেতাকর্মী উপস্থিত ছিলেন।

হামলা-নির্যাতন, আর্থিক অনিয়ম ও চাঁদাবাজির অভিযোগ এনে কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমানের মনোনয়ন বাতিলের দাবি করেছেন একই আসনের মনোনয়ন প্রত্যাশী ও সাবেক ছাত্রদল নেতা আবদুর রহিম মোল্লা।
মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)তে এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন সাবেক জেলা প্রশাসক ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবদুর রহিম মোল্লা।
বীর মুক্তিযোদ্ধা আবদুর রহিম মোল্লা বিএনপি মনোনীত কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্যপ্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে ১৪টি অপকর্মের অভিযোগ করেন।
অভিযোগগুলো হলো: গত ৫ আগস্টের পর ইটনা ও অষ্টগ্রামের নদী থেকে প্রায় ১৮ কোটি টাকার বালু অবৈধভাবে উত্তোলন করে বিক্রি করেছেন অ্যাডভোকেট ফজলুর রহমান। সাবেক ডিবি প্রধান হারুনের শত কোটি টাকার রিসোর্ট রক্ষার প্রতিশ্রুতি দিয়ে ফজলুর রহমান সাড়ে ৩ কোটি টাকা আত্মসাৎ করেছেন। মিঠামইন উপজেলার সাধারণ মানুষকে ভয় দেখিয়ে ৫ কোটি টাকার চাঁদাবাজি। থানেশ্বর ও ধারা গ্রাম উন্নয়ন ফান্ডের ৫৫ লক্ষ টাকা আত্মসাৎ করেছে অ্যাডভোকেট ফজলুর রহমান ও তার নেতাকর্মীরা। পানি উন্নয়ন বোর্ডের প্রায় তিনশো প্রকল্প থেকে এক লক্ষ থেকে দেড় লক্ষ টাকা চাঁদা আদায়। ফজলুর রহমানের ভাতিজার নেতৃত্বে নদীপথে চলা প্রতিটি যানবাহন থেকে ৫০০-১০০০ টাকা চাঁদা নেওয়া হয়। মিঠামইনে খাস জমির সাথে সংখ্যালঘুদের জমি দখলের ফলে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জামায়াতের দিকে ধাবিত হচ্ছে।
অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে আনীত এই অভিযোগগুলো বিবেচনায় নিয়ে দল যেন মনোনয়ন পুনর্বিবেচনা করে, সেই দাবিও জানানো হয়েছে সংবাদ সম্মেলন থেকে।
সংবাদ সম্মেলনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা আবদুর রহিম মোল্লার সাথে বিভিন্ন পর্যায়ের বিএনপি নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল বলেন, ৯ মাস ধরে সব দলের সঙ্গে আলোচনা করে যে বিষয়ে ঐকমত্য হয়েছে, তার বাইরে কোনো কিছু গায়ের জোরে এ দেশের মানুষের ওপর চাপিয়ে দেওয়া হলে তার সব দায়-দায়িত্ব সরকারকে নিতে হবে।
১৩ মিনিট আগে
সংবিধান অনুযায়ী গণভোট না হলে জাতীয় সংসদ নির্বাচন হবে ২০২৯ সালে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, সংবিধান অনুযায়ী গণভোট ছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া ২৬ সালে কোনো নির্বাচন হবে না। মঙ্গলবার রাজধানীর পল্টনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনসহ আট দলের ডাকা সমাবেশে তিনি এ কথা বলেন।
২ ঘণ্টা আগে
বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন যদি আর পিছিয়ে দেওয়া হয়, তবে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। সংস্কারের বিষয়ে যে বিষয়ে আমরা একমত হয়েছি, তার বাইরে কিছু জোর করে চাপিয়ে দিলে এর সমস্ত দায় সরকারকেই নিতে হবে।
২ ঘণ্টা আগে