আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

২ ফেব্রুয়ারি যশোর-খুলনায় তারেক রহমানের নির্বাচনি জনসভা

স্টাফ রিপোর্টার, যশোর

২ ফেব্রুয়ারি যশোর-খুলনায় তারেক রহমানের নির্বাচনি জনসভা

আগামী ২ ফেব্রুয়ারি সোমবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যশোর ও খুলনা সফর করবেন। ওই দিন দুটি নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি। তারেক রহমানের কর্মসূচি সফল করতে যশোর ও খুলনায় ব্যাপক তৎপরতা শুরু করেছে বিএনপি।

বিজ্ঞাপন

বিএনপি সূত্র জানায়, সোমবার সকাল ১০টায় খুলনা নগরীর খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে খুলনা মহানগর ও জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তারেক রহমান। এরপর বেলা ১২টায় যশোর নূতন উপশহর কলেজ মাঠে যশোর জেলা বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন তিনি।

তারেক রহমানের আগমনের খবরে যশোরে সাজ সাজ রব পড়ে গেছে। শনিবার বিকেলে শহরের নানা প্রান্ত থেকে একের পর এক মিছিল বের হয়। বিএনপির বিভিন্ন ইউনিট এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে এসব মিছিল বের করে।

জনসভা মাঠে মঞ্চ তৈরির কাজও শুরু হয়েছে। আগেরদিন লেআউট করা হলেও শনিবার সকাল থেকে মঞ্চ নির্মাণের কাজ শুরু হয় বলে দলীয় নেতারা জানিয়েছেন।

যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন জানান, তারেক রহমান খুলনা থেকে হেলিকপ্টারযোগে যশোরে আসবেন। যশোরের জনসভাস্থল থেকে কিছুটা দূরে শহরতলির বিরামপুর খেলার মাঠে হেলিপ্যাড প্রস্তুত করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে বলেও জানান তিনি।

বিএনপি সূত্র জানায়, যশোরের জনসভায় প্রায় দুই লাখ মানুষের সমাগম ঘটানোর লক্ষ্য নেওয়া হয়েছে। জেলার ছয়টি সংসদীয় আসনের প্রার্থী, উপজেলা ও পৌর ইউনিটের সঙ্গে মতবিনিময় সম্পন্ন হয়েছে। পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর সঙ্গেও মতবিনিময় শেষে নেতারা জনসমাগমের লক্ষ্য পূরণ নিয়ে আশাবাদী।

দলীয় নেতারা জানান, ২০০৪ সালে তৃণমূল প্রতিনিধি সমাবেশে যোগ দিতে খুলনায় এসেছিলেন তারেক রহমান। যশোরে এটিই হবে তার প্রথম সফর। ফলে তার আগমনের খবরে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন