আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নুরুল হুদাকে হেনস্থার ঘটনায় জড়িতদের বিচার চান রিজভী

স্টাফ রিপোর্টার
নুরুল হুদাকে হেনস্থার ঘটনায় জড়িতদের বিচার চান রিজভী

সাবেক সিইসি নুরুল হুদার সঙ্গে বাসায় এবং কোর্টে যারা অসদাচরণ করেছে তাদেরকে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, বিএনপি সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। সেখানে কেউ বেআইনি কাজ করবে এটা বিএনপির কখনোই বরদাশত করবে না। নুরুল হুদাকে হেনস্থার ঘটনায় যারা জড়িত সরকার তাদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে।

রিজভী বলেন, যারা অপরাধী তাদের আইনিভাবে বিচার হবে। কিন্তু বিচারবহির্ভূতভাবে কেউ তাদের সাথে অসদাচরণ করবে এ ধরনের কোনো নীতিতে বিএনপি বিশ্বাসী নয়। সাবেক সিইসি'র সঙ্গে প্রকাশ্যে যে আচরণ করা হয়েছে সেটি নিঃসন্দেহে গর্হিত কাজ। এ ঘটনার সঙ্গে যেই জড়িত থাকুক তার দৃষ্টান্তমূলক শাস্তি চায় বিএনপি।

তিনি বলেন, আদালত প্রাঙ্গণে সর্বোচ্চ নিরাপত্তা দেয়ার দায়িত্ব সরকারের। এরকম একটি স্পর্শকাতর জায়গায় মানুষ নিরাপত্তা প্রত্যাশা করে, আর সেখানে কেউ বেআইনি কাজ করবে তা সেটিতো হতে পারে না। কেন বেআইনি কাজ করার সুযোগ থাকবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন