
স্টাফ রিপোর্টার

ঝিনাইদহে জামায়াতে ইসলামীর নাম জড়িয়ে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও অসৎ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত খবর প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি।
শনিবার গণমাধ্যমে পঠানো বিবৃতিতে দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এই প্রতিবাদ জানান।
তিনি বলেন, 'প্রথম আলো'সহ কয়েকটি গণমাধ্যমে ‘ঝিনাইদহে জামায়াতের কার্যালয়ে মিলল সরকারি অনুদানের সার ও বীজ’ শিরোনামে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যমূলক ও রাজনৈতিকভাবে প্রণোদিত। এ ধরনের সংবাদ প্রকাশের মাধ্যমে জামায়াতের ভাবমর্যাদা ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হয়েছে।
তিনি আরো বলেন, বাস্তবতা হলো-ঝিনাইদহ জেলা প্রশাসন ও কৃষি বিভাগ তৃণমূল পর্যায়ের কৃষকদের মধ্যে সরকারি প্রণোদনার সার ও বীজ বিতরণের জন্য স্থানীয়ভাবে বিএনপি ও জামায়াতের কাছ থেকে তালিকা নিয়েছিল। সেই অনুযায়ী শুক্রবার সকালে ইউনিয়ন জামায়াত ইসলামীকে ৩০ জন কৃষকের মধ্যে বিতরণের জন্য সরিষা বীজ ২২ কেজি, মসুর বীজ ৩৫ কেজি এবং ৮ বস্তা পটাশ ও ফসফেট সার দেওয়া হয়। জামায়াতের পক্ষ থেকে বেশিরভাগ সার ও বীজ কৃষকদের মাঝে বিতরণ করা হয়। তবে রাত হয়ে যাওয়ায় অবশিষ্ট কিছু সার ও বীজ (সরিষা ৭ কেজি, মসুর ২০ কেজি ও সার ৪ বস্তা) অফিসে রাখা ছিল, যা শনিবার সকালে বিতরণের কথা ছিল।
রফিকুল ইসলাম খানা বলেন, মধ্যরাতে বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন তার অনুসারীদের নিয়ে সেখানে রাখা সার-বীজ উদ্ধার করার নাটক সাজিয়েছে, যাতে জামায়াতকে ফাঁসানো যায় এবং তারা রাজনৈতিক উদ্দেশ্যে ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। জামায়াতে ইসলামীর কোনো নেতাকর্মীর সঙ্গে সরকারি প্রণোদনার অনিয়ম বা অপব্যবহারের কোনো সম্পর্ক নেই।
তিনি বলেন, জামায়াতে ইসলামী সর্বদা আইন, শৃঙ্খলা ও ন্যায়বিচারে বিশ্বাসী একটি দায়িত্বশীল রাজনৈতিক দল। কৃষকের অধিকার রক্ষা ও কৃষি উন্নয়নে জামায়াত দীর্ঘদিন ধরে গঠনমূলক ভূমিকা পালন করে আসছে। তবু যদি কারও কোনো অভিযোগ থাকে, প্রশাসন তা নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন করুক- আমরা এ দাবি জানাচ্ছি।
তিনি গণমাধ্যমকে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান জানিয়ে বলেন, যাচাই-বাছাই না করে বিভ্রান্তিকর ও উদ্দেশ্যমূলক সংবাদ প্রচার করলে জনগণের আস্থা নষ্ট হয় এবং সমাজে বিভ্রান্তি সৃষ্টি হয়।
তিনি বলেন, জামায়াতের ইসলামীর বিরুদ্ধে যেকোনো ধরনের রাজনৈতিক অপপ্রচার ও ষড়যন্ত্রের জবাব শান্তিপূর্ণ ও আইনসম্মত উপায়ে দেওয়া হবে ইনশাআল্লাহ।
ভবিষ্যতে জামায়াতের বিরুদ্ধে অপপ্রচার না চালানোর জন্য তিনি সংশ্লিষ্ট পত্রিকা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

ঝিনাইদহে জামায়াতে ইসলামীর নাম জড়িয়ে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও অসৎ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত খবর প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি।
শনিবার গণমাধ্যমে পঠানো বিবৃতিতে দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এই প্রতিবাদ জানান।
তিনি বলেন, 'প্রথম আলো'সহ কয়েকটি গণমাধ্যমে ‘ঝিনাইদহে জামায়াতের কার্যালয়ে মিলল সরকারি অনুদানের সার ও বীজ’ শিরোনামে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যমূলক ও রাজনৈতিকভাবে প্রণোদিত। এ ধরনের সংবাদ প্রকাশের মাধ্যমে জামায়াতের ভাবমর্যাদা ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হয়েছে।
তিনি আরো বলেন, বাস্তবতা হলো-ঝিনাইদহ জেলা প্রশাসন ও কৃষি বিভাগ তৃণমূল পর্যায়ের কৃষকদের মধ্যে সরকারি প্রণোদনার সার ও বীজ বিতরণের জন্য স্থানীয়ভাবে বিএনপি ও জামায়াতের কাছ থেকে তালিকা নিয়েছিল। সেই অনুযায়ী শুক্রবার সকালে ইউনিয়ন জামায়াত ইসলামীকে ৩০ জন কৃষকের মধ্যে বিতরণের জন্য সরিষা বীজ ২২ কেজি, মসুর বীজ ৩৫ কেজি এবং ৮ বস্তা পটাশ ও ফসফেট সার দেওয়া হয়। জামায়াতের পক্ষ থেকে বেশিরভাগ সার ও বীজ কৃষকদের মাঝে বিতরণ করা হয়। তবে রাত হয়ে যাওয়ায় অবশিষ্ট কিছু সার ও বীজ (সরিষা ৭ কেজি, মসুর ২০ কেজি ও সার ৪ বস্তা) অফিসে রাখা ছিল, যা শনিবার সকালে বিতরণের কথা ছিল।
রফিকুল ইসলাম খানা বলেন, মধ্যরাতে বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন তার অনুসারীদের নিয়ে সেখানে রাখা সার-বীজ উদ্ধার করার নাটক সাজিয়েছে, যাতে জামায়াতকে ফাঁসানো যায় এবং তারা রাজনৈতিক উদ্দেশ্যে ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। জামায়াতে ইসলামীর কোনো নেতাকর্মীর সঙ্গে সরকারি প্রণোদনার অনিয়ম বা অপব্যবহারের কোনো সম্পর্ক নেই।
তিনি বলেন, জামায়াতে ইসলামী সর্বদা আইন, শৃঙ্খলা ও ন্যায়বিচারে বিশ্বাসী একটি দায়িত্বশীল রাজনৈতিক দল। কৃষকের অধিকার রক্ষা ও কৃষি উন্নয়নে জামায়াত দীর্ঘদিন ধরে গঠনমূলক ভূমিকা পালন করে আসছে। তবু যদি কারও কোনো অভিযোগ থাকে, প্রশাসন তা নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন করুক- আমরা এ দাবি জানাচ্ছি।
তিনি গণমাধ্যমকে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান জানিয়ে বলেন, যাচাই-বাছাই না করে বিভ্রান্তিকর ও উদ্দেশ্যমূলক সংবাদ প্রচার করলে জনগণের আস্থা নষ্ট হয় এবং সমাজে বিভ্রান্তি সৃষ্টি হয়।
তিনি বলেন, জামায়াতের ইসলামীর বিরুদ্ধে যেকোনো ধরনের রাজনৈতিক অপপ্রচার ও ষড়যন্ত্রের জবাব শান্তিপূর্ণ ও আইনসম্মত উপায়ে দেওয়া হবে ইনশাআল্লাহ।
ভবিষ্যতে জামায়াতের বিরুদ্ধে অপপ্রচার না চালানোর জন্য তিনি সংশ্লিষ্ট পত্রিকা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

মোয়াজ্জেম হোসেন আলাল যে বক্তব্য দিয়েছেন, তা জাতীয় ঐক্যবিনষ্টকারী, দায়িত্বজ্ঞানহীন ও অসৎ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তার এ ধরনের মন্তব্যে স্পষ্ট বোঝা যায়-তিনি কাউকে খুশি করার জন্য জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। তার বক্তব্যে কর্তৃত্ববাদী ও আওয়ামী ফ্যাসিস্টদের সুর ধ্বনিত হচ্ছে।
১৩ ঘণ্টা আগে
নিজ নির্বাচনি এলাকার প্রান্তিক মানুষদের সাথে মতবিনিময় করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন।
১৪ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ৫ আগস্টের পর বিএনপির একজন গডফাদার যেটা চাঁদাবাজি করেছে সেই টাকা দিয়েই একটা গণভোট আয়োজন করা সম্ভব। বিএনপি নেতাদের বুড়িগঙ্গার পানি দিয়ে ক্লিন করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
১৪ ঘণ্টা আগে
ডা. তাসনিম জারা বলেন, তরুণরা যাতে একটি সুস্থ ও সুন্দর পরিবেশে রাজনীতিতে সম্পৃক্ত হতে পারে সে ব্যবস্থা করে দেওয়া আমাদের দায়িত্ব। এক্ষেত্রে আমরা ভোটাধিকারের বয়স ১৬ বছরে আনার প্রস্তাব করেছিলাম।
১৬ ঘণ্টা আগে