আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শহীদ হাদির শোককে জাতীয় শক্তিতে পরিণত করতে হবে: সালাহউদ্দিন আহমদ

স্টাফ রিপোর্টার

শহীদ হাদির শোককে জাতীয় শক্তিতে পরিণত করতে হবে: সালাহউদ্দিন আহমদ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবী শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের শোককে জাতীয় শক্তিতে রূপান্তর করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শনিবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির জানাজায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।

বিজ্ঞাপন

সালাহউদ্দিন আহমদ বলেন, শহীদ ওসমান হাদি গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। তিনি মানুষের অধিকার ও বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার পক্ষে নির্ভীকভাবে কথা বলেছেন। এ দেশের সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় তিনি আজীবন সংগ্রাম করেছেন।

তিনি আরও বলেন, আমাদের দায়িত্ব হলো ওসমান হাদির শোককে জাতীয় শক্তিতে পরিণত করা। শান্তিপূর্ণভাবে সব রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করতে হবে। দেশি ও বিদেশি যেসব চক্র গণতন্ত্রের উত্তরণে বাধা সৃষ্টি করতে চায় এবং নির্বাচনকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে, তাদের উপযুক্ত জবাব দিতে হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, এভাবেই শহীদ ওসমান হাদির আত্মত্যাগের প্রতি প্রকৃত সম্মান জানানো সম্ভব হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন