আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নির্বাচনে বিপুল ভোটে জয়ী হবে ১০ দলীয় জোট: নাহিদ ইসলাম

স্টাফ রিপোর্টার

নির্বাচনে বিপুল ভোটে জয়ী হবে ১০ দলীয় জোট: নাহিদ ইসলাম
ফাইল ছবি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১০ দলীয় জোট বিপুল ভোটে জয়ী হবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচার শুরুর আগে বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তিন নেতার কবর জেয়ারতের পর তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ১০ দলীয় নির্বাচনি ঐক্য বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে, ইনশাল্লাহ। বাংলাদেশের সাধারণ মানুষ আমাদের সঙ্গে আছেন।

জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে সংস্কারকে এগিয়ে নিতে ১০ দলীয় ঐক্যের জয় লাভের কোনো বিকল্প নাই বলেও মন্তব্য করেন তিনি।

১০ দলীয় ঐক্যকে জয়ী করতে সারাদেশের জনগণকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক নাহিদ ইসলাম বলেন, সারা বাংলাদেশের মানুষের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি -আপনারা ১০ দলীয় ঐক্যজোটকে বিজয়ী করুন, ১০ দলীয় ঐক্যজোটের মার্কাকে বিজয়ী করুন এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির সারাদেশে যেই ৩০ জন প্রার্থী রয়েছে সেই ৩০ জন প্রার্থীকে শাপলা কলি মার্কায় বিজয়ী করে সংসদে পাঠান। সংসদে জাতীয় নাগরিক পার্টি এবং ১০ দলীয় ঐক্যজোট সাধারণ মানুষের কথা বলবে, গণঅভ্যুত্থানের কথা বলবে, সংস্কারের কথা বলবে, সার্বভৌমত্বের কথা বলবে।

এক প্রশ্নের জবাবে এনসিপি নেতা বলেন, আমরা যেকোনো মূল্যে ১২ই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হোক, এটা চাই। এবং সেই নির্বাচনে জয় লাভ করে আমরা সংসদে যেতে চাই। আমাদের সামনে এটাই এখন একমাত্র এজেন্ডা।

নির্বাচন কমিশন এবং সরকার একটি বিশেষ দলকে সুবিধা দিচ্ছে অভিযোগ করে নাহিদ ইসলাম বলেন, সরকারের জায়গা থেকে এবং নির্বাচন কমিশন নিরপেক্ষ আচারণ করছে না। আমরা বিভিন্ন সময় বলে এসেছি- তারা একটি বিশেষ দলকে বিশেষ সুবিধা দিচ্ছে।

তিনি বলেন, এই যে বিগত গত কয়েকদিন নির্বাচন প্রচারের নিয়ম না থাকলেও তারা নির্বাচনি প্রচার চালিয়েছে। কিন্তু নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নেয়নি। অন্যদিকে আমরা শুধু ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালানোয় নির্বাচন কমিশন আমাদের শোকজ নোটিশ দিয়েছে।

নাহিদ ইসলাম বলেন, আমরা এটা বারবার বলেছি যে নিরপেক্ষতা থাকতে হলে নিরপেক্ষ আচরণ করতে হবে।

এনসিপি নেতা আরও বলেন, জাতীয় নাগরিক পার্টি সংস্কারের পক্ষে যেরকম দৃঢ় অবস্থান, বিচারের পক্ষে যেরকম দৃঢ় অবস্থান, একইভাবে নির্বাচন এবং গণভোটের পক্ষে দৃঢ় অবস্থান আছে। যে কোনো মূল্যে সুষ্ঠু নির্বাচন ১২ই ফেব্রুয়ারি যাতে নিশ্চিত হয় সেজন্য যা করা প্রয়োজন আমরা তাই করবো।

নির্বাচনি প্রচার আনুষ্ঠানিকভাবে শুরু করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

পরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং তার পাশে শহীদ শরিফ ওসমান হাদির কবর জেয়ারত করেন এনসিপি নেতারা। এরপর এনসিপি নেতারা তাদের নির্বাচনি যাত্রা শুরু করেন। মার্চ ফর জাস্টিস নামে এই নির্বাচনি যাত্রা মতিঝিল গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন