‘নারীদের একত্রিত হওয়ার জায়গা তৈরির আন্দোলন গড়ে তুলবো শীঘ্রই’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।
শুক্রবার নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।
‘আলহামদুলিল্লাহ ইয়া রাব্বুল আলামিন’ শিরোনামে পোস্টে সামান্তা শারমিন লেখেন— ‘জীবনে প্রথম মা- বোন, বাবুদের সাথে জামাতে নামাজ আদায়ের অভিজ্ঞতা হলো। জুম্মার দিনে এই সুযোগ হওয়া সৌভাগ্য! শুনতে পেলাম মধুরতম শব্দ মসজিদে শিশুদের হাসি।’

এনসিপির এই নেত্রী আরও লেখেন—প্রতিটি মসজিদে নারীদের নামাজ পড়ার, একত্রিত হওয়ার (হবার) জায়গা তৈরির আন্দোলন গড়ে তুলবো শীঘ্রই।
এদিন জুলাই পদযাত্রায় অংশ নিয়ে ঠাকুরগাঁও মডেল মসজিদে জুমার নামাজ আদায় শেষে পোস্ট করেন সামান্তা শারমিন।


সীমান্তে পুশইন হলেও সরকার একটা ধমকও দিতে পারছে না
জনগণের ন্যায্য ভোটে নির্বাচিতদের অভিনন্দন জানাবে জামায়াত: আমির