‘বৈষম্যমুক্ত সমাজ গঠনে ইসলামী আদর্শ প্রতিষ্ঠার বিকল্প নেই’

ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৫, ১৭: ০৫

বাংলাদেশ ইসলামী মহিলা মজলিসের কেন্দ্রীয় সভানেত্রী নাসরিন কাদের বলেছেন, বৈষম্যমুক্ত সমাজ গঠনে ইসলামী আদর্শ প্রতিষ্ঠার বিকল্প নেই। ইসলাম নারীদের যে মর্যাদা ও অধিকার দিয়েছে তা বাস্তবায়ন করতে পারলেই বর্তমান বিশ্বে নারী অধিকার প্রতিষ্ঠা সম্ভব।

বিজ্ঞাপন

শুক্রবার সকালে রাজধানীর সেগুনবাগিচার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে "বৈষম্যমুক্ত সমাজ গঠনে নারী সমাজের ভূমিকা" শীর্ষক আলোচনা সভায় সভাপতির

বক্তব্যে তিনি একথা বলেন।

নাসরিন কাদের বলেন, ইসলামী অনুশাসন পালনের মাধ্যমে দুনিয়ার কল্যাণ ও আখেরাতের মুক্তি সম্ভব। তাই ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ইসলামী আদর্শ বাস্তবায়ন করতে হবে। এ জন্য নারীদেরকেও স্বীয় দায়িত্ব পালন করতে হবে।

বাংলাদেশ ইসলামী মহিলা মজলিসের কেন্দ্রীয় সভানেত্রী নাসরিন কাদেরের সভাপতিত্বে ও কেন্দ্রীয় অফিস সম্পাদিকা সুরাইয়া খন্দকারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আলোচনা পেশ করেন সাধারণ সম্পাদিকা রায়হানা লোপা, সহ-সাধারণ সম্পাদিকা রওশন আরা পলি, সালমা আক্তার। নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন আমেনা খাতুন, পারভীন আক্তার, তিথি মমতাজ, আয়েশা খাতুন প্রমুখ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত