আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আপনাদের সহযোগিতার সন্ধানে আছি: আখতার হোসেন

স্টাফ রিপোর্টার

আপনাদের সহযোগিতার সন্ধানে আছি: আখতার হোসেন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (কাউনিয়া–পীরগাছা) আসনে সংসদ সদস্য প্রার্থী জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সদস্যসচিব আখতার হোসেন তার নির্বাচনি প্রচার ও সার্বিক কার্যক্রমে সহযোগিতার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হচ্ছে। এই পর্বে সাধারণ মানুষের দোয়া, অনুদান ও সক্রিয় অংশগ্রহণ তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বুধবার রাতে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি লেখেন, আস্সালামু আলাইকুম। আমি আপনাদের আখতার হোসেন। এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে সংসদ সদস্য পদে নির্বাচন করছি। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় এ আসনের মানুষেরা আমাকে আপন করে নিয়েছেন। আমি আশাবাদী এবং প্রত্যয়ী।

বিজ্ঞাপন

তিনি আরও লেখেন, আগামীকাল থেকে আসন্ন নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হবে। শুভাকাঙ্ক্ষীদের অনুদানে আমরা এগিয়ে চলছি। এবার আনুষ্ঠানিক প্রচারের পর্বে আপনাদের অনুদান এবং সার্বিক সহযোগিতায় অংশগ্রহণের পরিধি বাড়ানো আমার জন্য অবশ্য প্রয়োজন। কেবলমাত্র আপনাদের দোয়া, সহযোগিতা, অনুদান এবং অংশগ্রহণই দেশ নিয়ে আমার স্বপ্নকে বাস্তব করে তুলবে। এ কঠিন লড়াইয়ে আমি আপনাদের পাশে চাই।

লিফলেট, হ্যান্ডবিল, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড তৈরি, মিছিল, উঠান বৈঠকের আয়োজন করতে সাহায্য করা কিংবা সোশ্যাল মিডিয়ায় লেখালেখি ও নতুন আইডিয়া দিয়ে আপনারা আমাকে সাহায্য করুন।

কাউনিয়া-পীরগাছার মানুষ, সারাদেশের শুভাকাঙ্ক্ষী এবং প্রবাসী ভাই-বোনেরা আমি আপনাদের সহযোগিতার সন্ধানে আছি। ইন শা আল্লাহ আমরা সফল হবো।

আর্থিকভাবে ডোনেশন করতে:

Account number- 2804465707001

Name- Akhter Hossen

Branch- Principal Office - City Bank PLC

Bkash & Nagad (personal) 018 2632 7669

কোনও দ্বিধা নয়৷ দশ টাকা দিয়ে শুরু করুন। সামর্থ্যের সর্বোচ্চ ডোনেশন করুন।

লজিস্টিকস এবং প্রচারণার উপকরণ সংগ্রহ করতে সাহায্য করতে যোগাযোগ: +880 1844-289681 (রাজু)

( যেমন: এক ভাই প্রচারণার জন্য একটি পিকআপ দিয়েছেন। আপনিও হ্যান্ডমাইক, লিফলেট, ব্যানার, টিশার্ট, ক্যাপ বা আপনার চিন্তায় প্রয়োজনীয় যেকোনও কিছু দিয়ে সাহায্য করুন।)

অনলাইন প্রচারণার জন্য যুক্ত হোন:

হোয়াটসঅ্যাপ গ্রুপ: https://chat.whatsapp.com/BpuGOHBAUyc3WPjtcUIcT2

(ভিডিও, ছবি ধারণ, ইডিটিং, ফটোকার্ড তৈরি, ফেইসবুকে প্রচারণা বা নতুন কোনও আইডিয়া জেনারেট করতে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন)

নতুন এক বাংলাদেশের প্রত্যাশায় আমি আপনাদের সাহায্য চাই। দোয়ার দরখাস্ত।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন