আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নির্বাহী পরিষদের বৈঠকে সিদ্ধান্ত

‘হ্যা’ ভোটের পক্ষে জনমত সৃষ্টি করবে জামায়াত

স্টাফ রিপোর্টার

‘হ্যা’ ভোটের পক্ষে জনমত সৃষ্টি করবে জামায়াত

জুলাই জাতীয় সনদ (সংবিধান আদেশ) বাস্তবায়নের লক্ষ্যে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ব্যাপক জনমত সৃষ্টির জন্য প্রচারণা চালানোর সিদ্ধান্ত নিয়েছে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। একই সঙ্গে জাতীয় নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠানসহ পাঁচ দফা গণদাবি বাস্তবায়নের লক্ষে আন্দোলনরত আট দলের পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সাত বিভাগীয় শহরে সমাবেশ সফল করতে দেশবাসীর প্রতি বিশেষ আহ্বান জানানো হয়েছে।

বুধবার বিকেলে রাজধানীর মগবাজার কার্যালয়ে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এসব সিদ্ধান্ত হয়।জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল এবং সহকারী সেক্রেটারি জেনারেলসহ পরিষদের সদস্যরা অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

বৈঠকে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এবং বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতার জন্য মহান রবের দরবারে দোয়া করা হয়। একই সঙ্গে তাদের আশু আরোগ্যের জন্য সংগঠনের নেতাকর্মীসহ দেশবাসীর নিকট দোয়ার আবেদন জানানো হয়।

সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও ভয়-ভীতিমুক্ত পরিবেশে সম্পন্ন করার প্রয়োজনীয়তা এবং দেশের বর্তমান সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ ছাড়া আগামী ২৮ ও ২৯ নভেম্বর অনুষ্ঠিতব্য সংগঠনের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশনের প্রস্তুতিমূলক কার্যক্রম নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

পরিশেষে দেশ ও জাতির কল্যাণ, ন্যায় ও সত্যের প্রতিষ্ঠা এবং আগামীর বাংলাদেশকে শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করার লক্ষে সর্বস্তরের জনগণের সহযোগিতা ও দোয়া কামনা করা হয় নির্বাহী পরিষদের বৈঠকে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...