সরকার রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ: ডা. ইরান

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৭ মার্চ ২০২৫, ২০: ৪২

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, রমজানে অন্তর্বর্তী সরকার চাল, ডাল, সয়াবিন ও তেলসহ নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে চরমভাবে ব্যর্থ হয়েছে।

শুক্রবার দলীয় কার্যালয়ে পল্টন থানা লেবার পার্টির আলোচনা সভা ও ইফতারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

ইরান বলেন, গ্যাস সংকটে নাজেহাল জনগণ। শুধু বিলে বোঝা টানছে। বাণিজ্য উপদেষ্টা বশির উদ্দিন দ্বায়িত্ব গ্রহণের শুরুতেই সয়াবিন তেলের কালোবাজারি সিন্ডিকেটের কাছে নতিস্বীকার করে প্রতি লিটারে ৮ টাকা মুল্যবৃদ্ধি করেছে। রমজান উপলক্ষে নতুন করে সয়াবিনের সংকট সৃষ্টি করে কালোবাজারি সিন্ডিকেট জন দুর্ভোগ আরেক ধাপ বাড়িয়ে দিয়েছে।

তিনি বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতার পালাবদল হলেও সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। দ্রব্যমূল্য এখনও কালোবাজারি সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে মধ্যবিত্ত শ্রেণি সর্বহারা শ্রেণিতে পরিণত হয়েছে। একদিকে কৃষক ন্যায্যমূল্য না পাওয়ায় উৎপাদিত ফসল ক্ষেতে খামারে ধ্বংস করতে বাধ্য হচ্ছে আবার ভোক্তারা মধ্যস্বত্ব ভোগীদের কারণে চড়া দামে কিনতে বাধ্য হচ্ছে। সরকারের কোনো নিয়ন্ত্রণ না থাকায় কৃষক ও সাধারণ মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই লুটপাট অর্থপাচারকারী ও সিন্ডিকেটের কবল থেকে বাঁচতে হলে শ্রমজীবী মেহনতি মানুষের ঐক্যবদ্ধ হতে হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত