নির্ভিক সাহস, শৌর্য ও শৃঙ্খলার মাধ্যমে গড়ে ওঠা সশস্ত্র বাহিনী জাতির গর্ব। স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় বাহিনীর সদস্যরা অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে যাচ্ছে বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মাধ্যমে পাঠাবো এক বাণীতে এসব কথা বলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি সশস্ত্র বাহিনীর সদস্য ও তাদের পরিবারের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করেন। বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর অবদান আন্তর্জাতিক অঙ্গনে আমাদের শক্ত অবস্থানকে সুদৃঢ় করেছে।
মহান স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ভূমিকার কথা স্মরণ করে তারেক রহমান বলেন, শহীদ জিয়া সশস্ত্র বাহিনীকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও পেশাদার বাহিনী হিসেবে গড়ে তুলতে ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছিলেন। পরবর্তীতে প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়াও বাহিনীকে আধুনিকতার পথে আরও এগিয়ে নেন।
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
তারেক রহমান বলেন, সশস্ত্র বাহিনীর সার্বিক সাফল্য, উন্নতি ও অগ্রগতি কামনা করি এবং স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি।
তিনি স্মরণ করেন যে ১৯৭১ সালের ২১ নভেম্বর মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আনুষ্ঠানিক গঠন হয় এবং সেই ঐতিহাসিক দিনটিকে স্মরণ করে প্রতিবছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়।
তারেক রহমান মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠ সাত শহীদ সিপাহী মোস্তফা কামাল, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, সিপাহী হামিদুর রহমান, রুহুল আমিন, ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, ল্যান্স নায়েক নুর মোহাম্মদ শেখ এবং ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ এর প্রতি গভীর শ্রদ্ধা জানান।

