ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার সঙ্গে যুন্ধের অবসান ঘটাতে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে আন্তরিকভাবে কাজ করতে প্রস্তুত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া ২৮ দফা শান্তি প্রস্তাব পাওয়ার পর তিনি একথা বলেন। খবর বিবিসির।
ট্রাম্পের পরিকল্পনার অনুযায়ী পূর্ব ইউক্রেনের দনবাসের যে এলাকাগুলো এখনো তাদের নিয়ন্ত্রণে রয়েছে তা রাশিয়াকে ছেড়ে দিতে হবে, তার সেনাবাহিনীর আকার কমাতে হবে এবং কখনো ন্যাটোতে যোগদান করতে পারবে না।
পরিকল্পনাটি তৈরিতে ইউক্রেন কতটা জড়িত তা স্পষ্ট নয়। তবে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ‘উভয় পক্ষের সঙ্গে সমানভাবে’ জড়িত ছিল।
শর্তগুলো যদি নিশ্চিত হয়, তাহলে এটা রাশিয়ার পক্ষে যাবে।
জেলেনস্কি বলেছেন যে তিনি আগামী দিনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রস্তাবগুলো সম্পর্কে কথা বলবেন বলে আশা করছেন, যার মধ্যে ইউক্রেনের সেনাবাহিনীর আকার ছোট করার পরিকল্পনাও অন্তর্ভুক্ত রয়েছে।
হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিন বলেন, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও প্রায় এক মাস ধরে নীরবে এই প্রস্তাবের ওপর কাজ করেছেন।
আরএ


ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধে ট্রাম্পের ২৮ দফা প্রস্তাব