আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গোয়াইনঘাটে গণসংযোগকালে আরিফুল হক চৌধুরী

বিএনপি ক্ষমতায় গেলে সিলেট-৪ আসনের অভূতপূর্ব উন্নয়ন হবে

সিলেট ব্যুরো

বিএনপি ক্ষমতায় গেলে সিলেট-৪ আসনের অভূতপূর্ব উন্নয়ন হবে
গোয়াইনঘাট উপজেলা গণসংযোগকালে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। ছবি: আমার দেশ।

বিএনপি-জমিয়ত ঐক্যজোটের প্রার্থী আরিফুল হক চৌধুরী বলেছেন, সিলেট-৪ আসনের জনগণ তাকে নির্বাচিত করলে এলাকার উন্নয়ন ও জনগণের স্বার্থ রক্ষায় তিনি অতীতেও যেমন কোনো আপস করেননি, ভবিষ্যতেও তেমনি করবেন না। উন্নয়নের প্রশ্নে কোনো ধরনের বাঁধা বা রক্তচক্ষু তাকে দমাতে পারবে না বলেও জানান তিনি।

শনিবার (৩১ জানুয়ারি) গোয়াইনঘাট উপজেলার ৭নং নন্দিরগাঁও ও রুস্তুমপুর ইউনিয়নে দিনব্যাপী আয়োজিত সমাবেশ ও গণসংযোগকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি জৈন্তাপুর উপজেলার চিকনাগুল খান টি এস্টেটে চা-শ্রমিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

বিজ্ঞাপন

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, দেশমাতা ও আপসহীন নেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া তাকে সিলেট-৪ আসনের মানুষের সেবা করার জন্য পাঠিয়েছেন। বিএনপি-জমিয়ত ঐক্যজোট ক্ষমতায় গেলে ইনশাআল্লাহ জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জে অভূতপূর্ব উন্নয়ন হবে।

পৃথক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রব ফয়সল, সিলেট মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত সাদেক, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দিন আহমদ, আব্দুস শুকুর, লুৎফুল হক খোকন, ফয়েজ আহমদ দৌলত, আব্দুল মালেক, জমিয়তে উলামায়ে ইসলামের সিলেট মহানগর সেক্রেটারি মাওলানা আব্দুল মালেক চৌধুরী, জেলার সহ-সভাপতি মাওলানা গোলাম আম্বিয়া কয়েস, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী, যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ তুহেল, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি উসমান গণী, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিনসহ বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন