একটি পক্ষ নির্বাচন ছাড়াই ক্ষমতায় থাকার চেষ্টা করছে: সালাহউদ্দিন

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ২২: ০০

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, একটি পক্ষ নির্বাচন ছাড়াই ক্ষমতায় থাকার চেষ্টা করছে। যারা নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকার চেষ্টা করছে তারাই আগে সংস্কার ও বিচার পরে নির্বাচনের কথা বলছে। তারা ভারতের সুরে কথা বলছে। দেশের জনগণ ভারতের কোনো চক্রান্ত মেনে নেবে না।

শনিবার বিকাল ৪টায় দক্ষিণ কেরানীগঞ্জের বিএনপি ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন।

চুনকুটিয়া গার্লস স্কুল প্রাঙ্গনে ‘যথা সময়ে সংস্কার ও দ্রুত সময়ে জাতীয় নির্বাচনের দাবিতে’ এ সমাবেশের আয়োজন করা হয়।

সালাউদ্দিন আহমেদ বলেন, যারা নির্বাচনে আসলে জামানত হারাবেন তারাই আনুপাতিক হারে (পিআর) পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে। এই গোষ্ঠি ১৪ দল হিসেবে এর আগে ফ্যাসিস্ট হাসিনা সরকারের সহযোগিতা করছে। আরেক দল হাতপাখায় বাতাস দিয়েছে এখন তারা পিআর পদ্ধতিতে নির্বাচন করে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে দেশে প্রতিষ্ঠিত করতে চায়।

তিনি বলেন, আমরা দুঃসময়ের স্মৃতি ভুলে যাইনি। আমরা ভুলে যাইনি ‘আয়না ঘরের’ কথা।

এনসিপিকে উদ্দেশ্য করে সালাহউদ্দিন বলেন—শেখ মুজিব যেমন মুক্তিযুদ্ধের সব কৃতিত্ব তাদের দাবি করে মুক্তিযুদ্ধ তাদের সম্পদে পরিণত করেছিল সেই আইডিয়া থেকে একটি দল জুলাই বিপ্লব তাদের ফসল হিসেবে দাবি করছে।

তিনি বলেন—জুলাই বিপ্লব কারো একক কৃতিত্ব নয়। এই আন্দোলন করতে গিয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের দুই হাজার নেতাকর্মী জীবন দিয়েছে। চার-পাঁচ হাজার নেতাকর্মী পঙ্গুত্ববরণ করছে। জুলাই বিপ্লব আন্দোলন বিএনপি মাঠে না থাকলে সফল হতো না। সবার প্রচেষ্টায় জুলাই বিপ্লব সফল হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল বলেন—গত ১৫ বছর মিটিং মিছিল করার পরিবেশ ছিল না। আওয়ামী লীগ বিএনপিকে মিছিল মিটিং করতে দেয়নি। বিএনপি কোনো সমাবেশ ডাক দিলে তার পাশেই আওয়ামী লীগ শান্তি সমাবেশে ডাক দিত। উক্ত শান্তি সমাবেশে আওয়ামী লীগের সব সন্ত্রাসীরা অস্ত্রের মহড়া বসিয়ে রাম রাজত্ব কায়েম করছে।

তিনি বলেন—শেখ হাসিনা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুই কোটি টাকার মিথ্যা মামলা সাজিয়ে তাকে সাজা দিয়েছে। হাসিনার বিচার বাংলার মাটিতে হবে। খালেদা জিয়াকে যে কারাগারে রাখা হয়েছে হাসিনাকেও সেই কারাগারে রাখা হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত