মতবিনিময় সভায় বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান

স্টাফ রিপোর্টার

রাষ্ট্রকে ব্যর্থ করে দিতে যে ষড়যন্ত্র হচ্ছে তার ব্যাপারে সরকারকেও সতর্ক থাকতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান। এছাড়া তিনি অভিযোগ করেন, দলীয় সরকার না থাকার কারণে বর্তমান পরিবেশ,পরিস্থিতি ও শৃঙ্খলা ফেরাতে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে।
বৃহস্পতিবার রাতে রাজধানীর উত্তরার ১১নং সেক্টরের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সেক্টরের অভ্যন্তরে বিভিন্ন রোডে গড়ে উঠা সকল অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ বিষয়ে মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।
মোস্তফা জামান বলেন, গণঅভ্যুত্থানের পর দেশের হাল ধরেছেন ড. মুহাম্মদ ইউনূস সরকার। কিন্তু বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের লোকজন এখনো সরকারের বিভিন্ন দপ্তরে দায়িত্ব পালন করছে। তাছাড়া নানা ধরনের ষড়যন্ত্র করারও চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার থাকতে হবে, সরকারকেও সজাগ থাকতে হবে।
তিনি বলেন, নিম্ন আয়ের মানুষেরা সড়কগুলোতে ব্যবসা-বাণিজ্য করে তাদের পরিবার চালায়। অনেকেই এই সুযোগে ইচ্ছে মতন জায়গা দখল করে ভাড়া দেয়। অনেকেই আবার চাঁদাবাজিতে লিপ্ত। এ কারণে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।
তিনি বলেন, আমাদেরকে নিম্ন আয়ের মানুষগুলোর তালিকা করতে হবে, তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে; পাশাপাশি সড়কের শৃঙ্খলা ফিরাতে হবে।
ঢাকা মহানগর উত্তর বিএনপির এই সদস্য সচিব আরো বলেন, আমরা সরকারকে সার্বিকভাবে সহযোগিতা করতে চাই। এছাড়া যেখানে সমস্যা, সেখানেই সমাধান করে দেয়ার চেষ্টা করছি- যদিও আমরা সরকারে নেই। আমরা যদি আগামীতে সরকার গঠন করতে পারি, তাহলে আপনারা দেখবেন- অল্প সময়ের মধ্যে সব সমাধান হয়ে যাবে।
সভায় উত্তরা ১১ নম্বর সেক্টর কল্যাণ সমিতির নেতারা বলেন, উত্তরা ১১নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি একটি অরাজনৈতিক, অলাভজনক, সামাজিক ও সেবামূলক প্রতিষ্ঠান। সরকার ঘোষিত মডেল টাউন হিসেবে সেক্টরের আবাসিক পরিবেশ রক্ষার্থে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকা এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন সেবামূলক ও জনসচেতনতামূলক কাজ করে থাকে।
অনেক অভিযোগ করে বলেন,সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাস্তা, ফুটপাত ও ড্রেনের উপর অসংখ্য দোকান ও ভ্যানসহ অবৈধ স্থাপনায় ভরে উঠেছে। ফলশ্রুতিতে ফুটপাত দিয়ে জনসাধারণের হাঁটাচলা করা কঠিন হয়ে পড়েছে। ড্রেনে ময়লা জমে দুর্গন্ধ সৃষ্টি হচ্ছে, রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হচ্ছে এবং সেক্টরের আবাসিক পরিবেশ অধিকতর নষ্ট হচ্ছে। অতিদ্রুত এ সকল অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করার দাবি জানান তারা।
মতবিনিময় সভায় উত্তরা-পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো. আব্দুর রহিম মোল্লাসহ অন্যরা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রকে ব্যর্থ করে দিতে যে ষড়যন্ত্র হচ্ছে তার ব্যাপারে সরকারকেও সতর্ক থাকতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান। এছাড়া তিনি অভিযোগ করেন, দলীয় সরকার না থাকার কারণে বর্তমান পরিবেশ,পরিস্থিতি ও শৃঙ্খলা ফেরাতে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে।
বৃহস্পতিবার রাতে রাজধানীর উত্তরার ১১নং সেক্টরের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সেক্টরের অভ্যন্তরে বিভিন্ন রোডে গড়ে উঠা সকল অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ বিষয়ে মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।
মোস্তফা জামান বলেন, গণঅভ্যুত্থানের পর দেশের হাল ধরেছেন ড. মুহাম্মদ ইউনূস সরকার। কিন্তু বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের লোকজন এখনো সরকারের বিভিন্ন দপ্তরে দায়িত্ব পালন করছে। তাছাড়া নানা ধরনের ষড়যন্ত্র করারও চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার থাকতে হবে, সরকারকেও সজাগ থাকতে হবে।
তিনি বলেন, নিম্ন আয়ের মানুষেরা সড়কগুলোতে ব্যবসা-বাণিজ্য করে তাদের পরিবার চালায়। অনেকেই এই সুযোগে ইচ্ছে মতন জায়গা দখল করে ভাড়া দেয়। অনেকেই আবার চাঁদাবাজিতে লিপ্ত। এ কারণে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।
তিনি বলেন, আমাদেরকে নিম্ন আয়ের মানুষগুলোর তালিকা করতে হবে, তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে; পাশাপাশি সড়কের শৃঙ্খলা ফিরাতে হবে।
ঢাকা মহানগর উত্তর বিএনপির এই সদস্য সচিব আরো বলেন, আমরা সরকারকে সার্বিকভাবে সহযোগিতা করতে চাই। এছাড়া যেখানে সমস্যা, সেখানেই সমাধান করে দেয়ার চেষ্টা করছি- যদিও আমরা সরকারে নেই। আমরা যদি আগামীতে সরকার গঠন করতে পারি, তাহলে আপনারা দেখবেন- অল্প সময়ের মধ্যে সব সমাধান হয়ে যাবে।
সভায় উত্তরা ১১ নম্বর সেক্টর কল্যাণ সমিতির নেতারা বলেন, উত্তরা ১১নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি একটি অরাজনৈতিক, অলাভজনক, সামাজিক ও সেবামূলক প্রতিষ্ঠান। সরকার ঘোষিত মডেল টাউন হিসেবে সেক্টরের আবাসিক পরিবেশ রক্ষার্থে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকা এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন সেবামূলক ও জনসচেতনতামূলক কাজ করে থাকে।
অনেক অভিযোগ করে বলেন,সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাস্তা, ফুটপাত ও ড্রেনের উপর অসংখ্য দোকান ও ভ্যানসহ অবৈধ স্থাপনায় ভরে উঠেছে। ফলশ্রুতিতে ফুটপাত দিয়ে জনসাধারণের হাঁটাচলা করা কঠিন হয়ে পড়েছে। ড্রেনে ময়লা জমে দুর্গন্ধ সৃষ্টি হচ্ছে, রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হচ্ছে এবং সেক্টরের আবাসিক পরিবেশ অধিকতর নষ্ট হচ্ছে। অতিদ্রুত এ সকল অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করার দাবি জানান তারা।
মতবিনিময় সভায় উত্তরা-পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো. আব্দুর রহিম মোল্লাসহ অন্যরা উপস্থিত ছিলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমাদ বলেছেন, গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে রাষ্ট্র মেরামতের যে সুযোগ তৈরি হয়েছে তা কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না। আমরা যারা চব্বিশের জুলাইতে জীবনবাজী রেখে লড়াই করেছি তারা প্রয়োজনে আবারো রাজপথে গণজোয়ার তৈরি করবো; ইনশাআল্লাহ।
৪ ঘণ্টা আগে
প্রথম বিজ্ঞপ্তিতে বলা হয়ে, বিগত সিলেট সিটি করপোরেশন নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশগ্রহণ করায় যথাক্রমে ১ নং ওয়ার্ড বিএনপি নেতা সৈয়দ তৌফিকুল হাদী ও মুফতি কমর উদ্দীন কামু; ৩ নং ওয়ার্ড বিএনপি নেতা মিজানুর রহমান মিঠু; ৫ নং ওয়ার্ড বিএনপি নেতা মো. কামাল মিয়া, খালেদ আকবর চৌধুরী....
৫ ঘণ্টা আগে
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে নববর্ষ ২০২৬ উপলক্ষে দুই দিনব্যাপী প্রকাশনা উৎসবের উদ্বোধন হয়েছে। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে মোড়ক উন্মোচন ও প্রদর্শনীর উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
৭ ঘণ্টা আগে
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ রোববার বিবৃতিতে বলেন, সরকার পরিচালনার অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র হলো শিক্ষা। দেশের লক্ষ লক্ষ শিশুদের প্রথম ধাপের জ্ঞান দান করেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ। তাদের ন্যায়সঙ্গত দাবী উপেক্ষা করা হলে শিক্ষা ব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব পড়বেই।
৭ ঘণ্টা আগে