আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি ঢাবি ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন

প্রতিনিধি, ঢাবি
শহীদ বুদ্ধিজীবীদের প্রতি ঢাবি ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন
ঢাবির ভিসি চত্বর-সংলগ্ন ‘স্মৃতি চিরন্তন’-এ ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন। ছবি : আমার দেশ

শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রথম প্রহরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদদের স্মৃতিস্তম্ভ ‘স্মৃতি চিরন্তন’-এ পুষ্পস্তবক অর্পণ ও মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছে ঢাবি শাখা ছাত্রদল।

রোববার দিবাগত রাত ১২টা ১ মিনিটে ঢাবি ক্যাম্পাসের ভিসি চত্বর-সংলগ্ন ‘স্মৃতি চিরন্তন’-এ এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

বিজ্ঞাপন

এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির, ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সাংগঠনিক সম্পাদক নুর আলম ভুঁইয়া ইমনসহ বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন হল শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে নেতারা ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দেশীয় দোসরদের হাতে শহীদ বুদ্ধিজীবীদের নির্মম হত্যাকাণ্ডের কথা স্মরণ করেন।

তারা বলেন, স্বাধীনতার চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে জাতির মেধা ও মননের আলো নিভিয়ে দিতে পরিকল্পিতভাবে এই হত্যাযজ্ঞ চালানো হয়েছিল। শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন